সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্যারিসে পর্যটকদের উপর ছুরি নিয়ে হামলা। প্রাণ গেল ভিন দেশের নাগরিকের। জখম আরও ২। হামলাকারীকে আটক করেছে পুলিশ। ধৃতের দাবি, প্য়ালেস্টাইন ও আফগানিস্তানের বহু মুসলিম বেঘোরে মারা যাচ্ছেন। তার প্রতিবাদেই এই হামলা! যদিও হামলাকারী মানসিক বিকারগ্রস্ত বলে দাবি পুলিশের।
শনিবার সন্ধেয় পর্যটকে ঠাসা প্যারিসের আইফেল টাওয়ার চত্বর। সেখান থেকে কয়েক ফুট দূরে এক জার্মান দম্পতির উপর হামলা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। হামলার পরই দৌড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তাঁকে ধাওয়া করে প্যারিস পুলিশ। পালানোর সময় আরও দুজনকে হাতুড়ি দিয়ে হামলা করে সে। অবশেষে হামলাকারীকে আটক করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ফরাসি নাগরিক। বয়স ২৬ বছর। ২০১৬ সাল থেকে ৪ বছর জেলে ছিল সে। সেই সময় হামলার ছক কষার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পুলিশের দাবি, ওই হামলাকারী মানসিক রোগে ভুগছে। তাদের সন্দেহ,’আল্লা হু আকবর’ ডাক দিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, প্যালেস্টাইন ও আফগানিস্তানে প্রচুর মুসলিমের মৃত্যু হচ্ছে। যার দরুণ কষ্ট পেয়েছিলেন তিনি। তাই হামলা।
উল্লেখ্য, আগামী অলিম্পিকের আসর বসছে প্যারিসে। তার মাত্র আটমাস আগে প্য়ারিসে ভিনদেশী পর্যটকদের উপর হামলা নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়িয়েছে প্যারিস প্রশাসনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.