Advertisement
Advertisement

অনলাইনে স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন স্বামীর, দাম উঠল ৬০ লক্ষ টাকা

লিয়ান্দ্রাকে কিনতে উৎসাহ দেখালেন অনেকেই৷ তাঁর সর্বোচ্চ দাম উঠল ৬৫,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ)৷

Man from Yorkshire decided to sell his wife on ebay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 3:31 pm
  • Updated:September 15, 2016 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর অসুস্থতার সময়, তাঁর প্রতি বিশেষ সহানুভূতি দেখাননি স্ত্রী৷ আর তাই বেশ রেগে গিয়েছিলেন ইয়র্কশায়ারের বাসিন্দা সাইমন ও’কেন৷ রাগের মাথায় তাই স্ত্রী’কে অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেন সাইমন৷ ‘ইবে’ অনলাইন শপিং সাইটে নিজের ‘ব্যবহৃত’ স্ত্রীর বিজ্ঞাপন পর্যন্ত দিয়ে দেন তিনি৷

799231597

Advertisement

আর সাইমনের এই কাণ্ড দেখেই অবাক সোশ্যাল মিডিয়া৷ বিজ্ঞাপনে সাইমন স্ত্রীকে রীতিমতো পণ্যের মতো করেই পরিবেশন করেছেন৷ বিক্রির কারণ হিসাবে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এই ব্যক্তির সঙ্গে বহুদিন কাটিয়েছি৷ ঈশ্বরের কৃপায় সমাজে এমন ব্যক্তি আছেন, যাঁর এই মহিলার সঙ্গ বেশি প্রাপ্য৷’ এর পাশাপাশি, স্ত্রীর ভাল গুণ হিসাবে তাঁর সৌন্দর্য এবং রান্নার সুখ্যাতি করেছেন সাইমন৷ অন্যদিকে স্ত্রীর খারাপ আচরণ হিসাবে চিৎকার, ঝগড়া ইত্যাদিকে চিহ্নিত করেছেন তিনি৷ এতেই থেমে নেই, স্ত্রীকে এক্সচেঞ্জ করে বদলে একটি ভাল স্ত্রীর দাবিও করেছেন৷

308286825

সাইমনের এই আজব কাণ্ড রীতিমতো অবাক করে দিয়েছে স্ত্রী লিয়ান্দ্রাকে৷ স্বামীর এই কাজের জন্য অফিসের কর্মচারীদের হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি৷ রেগে গিয়ে বলেছেন, “কেউ যদি শারীরিক অসুস্থতা নিয়ে শরীরচর্চা করতে পারেন, তাঁর প্রতি সহানুভূতি দেখানোর কোনও কারণ খুঁজে পাইনি আমি৷”

সাইমন এবং লিয়ান্দ্রার এই পারিবারিক কোন্দলে আরও এক কাণ্ড হল ‘ইবে’ শপিং সাইটে৷ লিয়ান্দ্রাকে কিনতে উৎসাহ দেখালেন অনেকেই৷ তাঁর সর্বোচ্চ দাম উঠল ৬৫,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ)৷

যদিও এই ঘটনার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ সেই বিজ্ঞাপন নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে ইবে৷ জানা গিয়েছে, এই ঘটনার পরে নিজেদের ঝগড়াও মিটিয়ে ফেলেছেন দম্পতি৷ হালকা চালে সাইমন জানিয়েছেন, কোনওভাবেই স্ত্রীকে হারাতে চান না তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement