Advertisement
Advertisement

Breaking News

বউয়ের আসল রূপ দেখে ডিভোর্স দিলেন স্বামী!

বিপদ ঘটল মেকআপ মুছে ফেলতেই৷

Man divorces wife after seeing her first time without make-up
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 6:25 pm
  • Updated:October 19, 2016 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সময় স্ত্রী’র অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন স্বামী৷ বড় বড় টানা টানা চোখ৷ কত সুন্দর আঁখিপল্লব৷ সব মিলিয়ে যেন কোনও পরি৷ কিন্তু সে তো ছিল স্ত্রী’র সাজগোজ করা অবতার৷ আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক, মাসকারার সমাহার দেখে মুগ্ধ না হয়ে স্বামী আর যাবেন কই? কিন্তু বিপদ ঘটল মেকআপ মুছে ফেলতেই৷ স্ত্রীকে বিনা সাজগোজে দেখেই একেবারে চমকে গেলেন স্বামী৷ স্ত্রীর রূপ দেখে মনে হল যেমন সুন্দর বিয়ের সময় স্ত্রীকে দেখেছিলেন, তেমন সুন্দর তিনি আর নেই৷ আর সেই কারণেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আর্জি জানালেন স্বামী৷

ঘটনাটি ঘটেছে দুবাইয়ে৷ বিয়ের পর আরব আমিরশাহির এই দম্পতি একসঙ্গে বেড়াতে যাওয়ার পরই এই ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন৷ মেকআপহীন স্ত্রী জল থেকে উঠে আসতেই স্বামী দেখেন তাঁকে আর সুন্দর দেখতে লাগছে না৷ আর তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত৷ এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রী৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement