Advertisement
Advertisement

হাঙরের কামড়ে প্রাণ গেল পর্যটকের, আতঙ্ক ছড়াল অস্ট্রেলিয়ার সৈকতে

ঠিক যেন হলিউড থ্রিলার 'Jaws' ছবির দৃশ্য।

Man Dies After Shark Bites Off Leg At A Beach In Australia
Published by: Subhamay Mandal
  • Posted:June 7, 2020 3:54 pm
  • Updated:June 7, 2020 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন হলিউড থ্রিলার ‘Jaws’ ছবির দৃশ্য। শান্ত সমুদ্রে আচমকা হাঙরের হানা। আর সমুদ্রে সার্ফিং করার সময় হাঙরের কামড়ে এক পর্যটকের মৃত্যুতে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কিংসক্লিফে। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সৈকত এলাকায়। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

রবিবার ছুটির দিন। এমনিতে লকডাউন থাকলেও সৈকতে বেশ কিছু পর্যটক ঘুরছিলেন। ঢেউয়ের মধ্যে সার্ফিংও করছিলেন কয়েকজন। ব্রিসবেন থেকে প্রায় ১০০ কিমি দূরে এই কিংসক্লিফে সার্ফিংয়ের জন্য আসেন অনেকে। সেরকমই একজন প্রৌঢ় সার্ফিং করছিলেন। সময় ঠিক ভোরের দিকে। এমন সময়ে একটি হাঙর আচমকা হামলা চালায়। সার্ফারের পায়ে কামড়ে দেয়। ওই সার্ফারের আর্তনাদ শুনে বাঁচাতে ছুটে আসেন আরও অনেক সার্ফার। রীতিমতো তিন মিটার দৈর্ঘের সেই হিংস্র প্রাণীর সঙ্গে লড়াই করে ওই প্রৌঢ়কে উদ্ধার করেন বাকিরা। এরপর সৈকতের ধারে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসেন। বাঁ পায়ে খোবলানোর যন্ত্রণায় কাতর ওই ব্যক্তি কিছুক্ষণ পরই মারা যান। পরে পুলিশ এসে তাঁর দেহ ময়নাকদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে।

Advertisement

[আরও পড়ুন: আগামী ৮০ বছরে ভারতের জলবায়ু পরিবর্তনের প্রভাব হবে ধ্বংসাত্মক! বলছেন গবেষকরা]

এই ঘটনার পরই পুলিশ ওই সৈকতে আসা পর্যটকদের সরিয়ে দেয়। সবার মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলতি বছরে অস্ট্রেলিয়ায় তিন নম্বর মৃত্যু হল হাঙরের হামলায়। গত বছর ২৭টি এমন ঘটনায় কারও মৃত্যু হয়নি অস্ট্রেলিয়ায়। এমনতিই অস্ট্রেলিয়ার পূর্ব উপকুলে হাঙরের উপদ্রব রয়েছে। যে কারণে হাঙর বিশেষজ্ঞরা এই সৈকতগুলিতে পর্যটকদের আনাগোনায় নিয়ন্ত্রণ করার কথা প্রশাসনকে জানিয়েছে।

[আরও পড়ুন: কেরলে গর্ভবতী হাতি খুনের ঘটনায় গর্জে উঠলেন মন্ত্রী-নেটিজেনরা, অবশেষে দায়ের FIR]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement