Advertisement
Advertisement

Breaking News

Amsterdam

বিমানের ইঞ্জিনে পড়ে ভয়ংকর মৃত্যু, ব্লেডে ছিন্নভিন্ন ব্যক্তির দেহ

দুর্ঘটনার পরেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বিমান থেকে।

Man Died after fall in Running Aircraft Engine At Amsterdam Airport
Published by: Kishore Ghosh
  • Posted:May 30, 2024 11:47 am
  • Updated:May 30, 2024 11:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর মৃত্যু আমস্টারডাম বিমানবন্দরে (Amstardam Airport)। দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনের মধ্যে পড়ে যান এক ব্যক্তি। ব্লেডে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আমস্টারডামের শিফল বিমানবন্দরে বিমান সংস্থার কে এল এম-এর (KLM) বিমানে মর্মন্তিক দুর্ঘটনা ঘটে। ডেনমার্কের (Denmark) বিলুন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল উড়নটি। ওই বিমানের ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছিল। কে এল এম-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আজ শিফলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে একটি চলমান বিমানের ইঞ্জিনের মধ্যে পড়ে।” যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

নেদারল্যান্ডের (Nederland) বৃহত্তম এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব ডাচ পুলিশের। তাদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পরে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য , আমস্টারডামের এই বিমানবন্দরটি দেশের অন্যতম জনবহুল বিমানবন্দর। একটি পরিসংখ্যান জানাচ্ছে, গত মাসে ৫.৫ মিলিয়ান যাত্রী ওঠানামা করেছিল। ব্যস্ত বিমানবন্দরে এমন দুর্ঘটনায় নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে।

 

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ