Advertisement
Advertisement

নেই সৎকারের জমিটুকু, মৃত সন্তানকে জলেই ভাসালেন বাবা

মর্মান্তিক!!!

Man cremates daughter in river in flood devastated Nepal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2017 10:49 am
  • Updated:September 4, 2017 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছে মাঠঘাট৷ নেই সৎকারের মতো জমিটুকুও৷ তাই বাধ্য হয়ে সন্তানের মৃতদেহ নদীতে ভাসিয়ে দিলেন বাবা৷ হৃদয়বিদারক এই ঘটনা নেপালের৷ লাগাতার চলা বৃষ্টিতে ভেসে গিয়েছে বাড়িঘর৷ ছারখার হয়ে গিয়েছে অতিকষ্টের ফসল৷ দু’বেলার খাবার তো স্বপ্ন৷ মাথা গোঁজার জায়গা পেতেই মরিয়া বানভাসি মানুষ৷ এই হচ্ছে বন্যা বিধ্বস্ত নেপালের ছবি৷

[বন্যা রুখতে নদী সংযোগের পরিকল্পনা মোদির, বরাদ্দ ৫৫ হাজার কোটি]

Advertisement

জানা গিয়েছে, কদিন ধরেই বিরামহীন বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে নদীগুলি৷ প্রবল বেগে বন্যার জল ঢুকে পড়েছে লোকালয়ে৷ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে৷ সূত্রের খবর, রবিবার মৃত্যু হয়েছে ১৯ জন পড়ুয়ার৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের৷ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০টি স্কুল৷ ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ৷ ইতিমধ্যে সরকারের তরফ থেকে উদ্ধারকার্য শুরু করা হয়েছে৷ বন্যা কবলিত এলাকাগুলিতে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে নেপাল, ভারত ও বাংলাদেশে হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ৷

[ওয়ানাক্রাই-এর পর এবার ভারতে ‘লকি’ আতঙ্ক, জারি সতর্কতা]

উল্লেখ্য, বন্যা সমস্যার সমাধান করতে দেশের ৬০টি নদীকে সংযুক্ত করার পরিকল্পনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর ফলে আর বন্যার জলে চাষের জমি প্লাবিত হবে না। খরার জন্য দিতে হবে না বিশেষ প্যাকেজ। এবছরে বন্যায় শুধু ভারত নয়, প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশও নাজেহাল। সূত্রের খবর, এই প্রকল্প যাতে গতি পায় তার জন্য প্রধানমন্ত্রী নিজে তদ্বির করছেন। শুধু বন্যা আটকানো নয়, নদী সংযুক্তিকরণ হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে মনে করছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement