Advertisement
Advertisement
Imran Khan

‘যতদিন বাঁচব গায়ে আঁচ আসতে দেব না’, নিশ্চিত মৃত্যু থেকে ইমরানকে বাঁচিয়ে বলছেন অনুগামী

দুঃসাহসিকতায় ধন্য ধন্য পাকিস্তানজুড়ে।

Man caught Imran Khan's attacker in Pakistan | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 3, 2022 9:49 pm
  • Updated:November 4, 2022 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্চিত মৃত্যু এড়ালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে অন্ধভক্ত বলছেন, “যতদিন বেঁচে আছি (আমি), ততদিন খান সাহেবের গায়ে আঁচ লাগতে দেব না। এটা যে স্রেফ কথার কথা নয়, তা বৃহস্পতিবারই ওয়াজিরাবাদে প্রমাণ করে দিয়েছেন ওই যুবক।

এদিন বিকেলে ‘রিয়েল ফ্রিডম’ পদযাত্রায় হুডখোলা গাড়িতে ছিলেন ইমরান খান। গাড়ির একেবারে সামনে থেকে তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। আততায়ীর ঠিক পিছনেই ছিলেন এই যুবক। আততায়ীর হাত ধরে বন্দুক অন্যদিকে সরিয়ে দেন, ফলে লক্ষ্যভ্রষ্ট হয় আততায়ী। সঙ্গে সঙ্গে পিস্তল ফেলে দৌড়তে শুরু করে বন্দুকবাজ। পিছনে ছোটেন যুবকও। আততায়ীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন ইমরানের অনুগামী। আর তাঁর এই দুঃসাহসিকতায় ধন্য ধন্য পাকিস্তানজুড়ে।

Advertisement

[আরও পড়ুন: ইমরান খানের মিছিলে হামলা, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী হাসপাতালে]

আততায়ীকে ধরে ফেলার মুহূর্ত।

ইমরানের অনুগামীর কথায়, “প্রথমবার গুলি চালানোর পরই আততায়ীকে আমি দেখতে পেয়ে গেছিলাম। পরের বার গুলি ছোঁড়ার আগেই ওকে ধাক্কা দিই। সঙ্গে সঙ্গে বন্দুক ফেলে ও ছুটতে শুরু করে।” এরপরই তাঁর সংযোজন, “খান সাহেব, যতদিন বেঁচে আছি, গায়ে আঁচ আসতে দেব না।” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবককে কাঁধে তুলে নিয়েছেন ইমরান সমর্থকরা। তিনি না থাকলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পরিণামের কথা ভেবে শিউড়ে উঠছেন ইমরান সমর্থকরা। 

[আরও পড়ুন: খারিজ প্রাণরক্ষার আরজি, লালকেল্লা হামলার মূল চক্রী আরিফের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট]

বিকেল ৫টা নাগাদ আচমকাই ‘রিয়েল ফ্রিডম’ (Real Freedom) পদযাত্রায় গুলি চলে। জখম হন ইমরান খান। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল একাধিক আততায়ী। পিস্তল থেকে গুলি ছোঁড়া এক যুবককে গ্রেপ্তার করা গেলেও ফেরার স্বয়ংস্ক্রিয় আগ্নেয়াস্ত্রধারী আরেক আততায়ী। কোনও কোনও সংবাদমাধ্যম অবশ্য দাবি করছে, এক আততায়ীর মৃত্যু হয়েছে। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement