Advertisement
Advertisement

Breaking News

France

স্ত্রীকে মাদক খাইয়ে ৫১ জনকে দিয়ে ধর্ষণ! আটক স্বামী

নির্যাতিতার বয়স ৭০।

Man accused of plotting wife’s physical harrasment by at least 50 strangers

প্রতীকী ছবি।

Published by: Akash Misra
  • Posted:September 4, 2024 12:04 pm
  • Updated:September 4, 2024 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের স্ত্রীকে মাদক খাইয়ে অপরিচিত ব‌্যক্তিদের দিয়ে ধর্ষণ করাতেন এক ব‌্যক্তি। একদিন-দু’দিন নয়। এই ঘটনা হয়ে চলেছে প্রায় এক দশক ধরে। চাঞ্চল‌্যকর ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। অভিযুক্ত ৭১ বছরের ডমিনিক পি। অভিযোগকারিণী তাঁরই সত্তর বছরের স্ত্রী।

মহিলার দাবি, বাইরে থেকে অচেনা ব্যক্তিদের এনে তাঁকে ধর্ষণ করাতেন ডমিনিক। নিজে বসে বসে সেই ধর্ষণের দৃশ‌্য দেখতেন এবং উপভোগ করতেন। এমনকী, করতেন ভিডিও রেকর্ডিংও। নির্যাতিতার কথায়, মাদকে এত বেশি ডোজ দেওয়া হত যে তিনি কিছু বুঝতেই পারতেন না। অন‌্য একটি মামলার তদন্তে নেমে পুলিশই বিষয়টি আবিষ্কার করে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ডমিনিকের উপর প্রথম নজর পড়ে পুলিশের। শপিং সেন্টারে তিন মহিলার স্কার্টের নিচে ক্যামেরা রাখার ঘটনায় আটক হন তিনি। সেই মামলার তদন্তে নেমে ডমিনিকের বাড়ির কম্পিউটার ঘাঁটতে গিয়ে হাজার হাজার ছবি এবং বেশ কিছু ভিডিও হাতে আসে। তাতে দেখা যায়, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ডমিনিকের স্ত্রী। সেই অবস্থায় তঁার উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে অপরিচিত পুরুষরা। সেই সব ধর্ষকদের বয়স ২৬-৭৪ বছর ছিল। ভিডিও দেখে ৭২ জনকে চিহ্নিত করে পুলিশ। ৯২টি ধর্ষণের মামলায় তঁাদের সংযোগ মিলেছে। ৫১ জন সন্দেহভাজনকে আটক করা হয়। একটি ওয়েবসাইটে অচেনা ব্যক্তিদের সঙ্গ আলাপ করে তাঁদের স্ত্রীকে ধর্ষণ করার জন্য বাড়িতে ডেকে পাঠাতেন ডমিনিক। ইতিমধে‌্যই কোর্ট ডমিনিককে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement