Advertisement
Advertisement

জানেন কে ডিজাইন করেছে আইএসের পতাকা?

নৃশংসতার জন্য কুখ্যাতি মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস বা ইসলামিক স্টেট৷ কখনও নৃশংস ভাবে মুণ্ডু কেটে বা অ্যাসিডের গামলায চুবিয়ে শত্রুদের নিধন করে আইএস জঙ্গিরা৷ কিন্তু জানেন কি আইএসদের পতাকা কে ডিজাইন করেছে?

Man accused of designing IS flags did engineering in Chennai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 4:02 pm
  • Updated:June 4, 2016 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতার জন্য কুখ্যাতি মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস বা ইসলামিক স্টেট৷ কখনও নৃশংস ভাবে মুণ্ডু কেটে বা অ্যাসিডের গামলায চুবিয়ে শত্রুদের নিধন করে আইএস জঙ্গিরা৷ কিন্তু জানেন কি আইএসদের পতাকা কে ডিজাইন করেছে? কোন ইরাকি বা সিরিয়ার জঙ্গি নয়, এই ডিজাইনটি করেছে এক ভারতীয় যুবক৷ বছর তেইশের মহম্মদ নাসের৷ যেমন তেমন ব্যক্তি নয়, রীতিমতো ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি আছে নাসেরের৷

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআই)-র গোয়েন্দারা জানিয়েছেন, চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্র্যাজুয়েট হয় নাসের৷ চেন্নাইতে থাকতেই অবশ্য কট্টরপন্থী ভাবধারায় আকৃষ্ট হয় নাসের৷ সে যোগ দেয় তামিলনাড়ু থাওহিদ জামাত নামে একটি সংগঠনে৷ এথিক্যাল হ্যাকিংয়েও ডিগ্রি আছে নাসেরের৷  চেন্নাই থেকে দুবাই পাড়ি জমায় নাসের৷ সেখানে একটি সংস্থায় গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারের কাজ করত সে৷ জেহাদি ভাবধারায় অনুপ্রাণিত হয়েই জিহাদিজের জন্য ওয়েবসাইট ডিজাইন করত সে৷ টুইটারে ইসলামি কট্টরবাদী সংগঠন ‘কিউঅ্যান্ডএ’-র সংগঠনের নেতা কারেন হামিদানের সংস্পর্শে আসে নাসের৷ তারপরই আইএস-এর হয়ে পতাকা ডিজাইন করে সে৷  এরপরই আইএস নেতা ‘মাড মোল্লাহ’-র সঙ্গে যোগাযোগ হয় তার৷ আইএস নেতার নির্দেশেই দুবাই থেকে সুদানে চলে আসে সে৷ সংস্থার কর্তৃপক্ষের কাছ থেকে নিজের পাসপোর্ট চুরি করে পালায় সে৷ উদ্দেশ্য সিরিয়ায় পাড়ি দেওয়া৷ বাবাকে ইমেলে সিরিয়া যাওয়ার কথা জানায় নাসের৷ তড়িঘড়ি ছেলেকে আটকাতে দুবাই যান নাসেরের বাবা৷ ইতিমধ্যে সুদান পুলিশের হাতে ধরা পড়ে সে৷ পরে ভারতে নাসেরকে ফেরত পাঠায় সুদান সরকার৷ গত ডিসেম্বরে ভারতে নিয়ে আসা হয় নাসেরকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement