কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: বার্সেলোনায় প্রবাসীদের অনুষ্ঠানে উঠে এল শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “শান্তিনিকেতনকে ইউনেস্কোর এই স্বীকৃতি অত্যন্ত গর্বের।” প্রবাসীদের বাংলায় আসার আহ্বান জানালেন তিনি।
রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পৌঁছে নির্দিষ্ট সময়ে প্রবাসীদের সঙ্গে মিলন অনুষ্ঠানে যোগ দেন মমতা। এদিকে রবিবারই X হ্যান্ডেলে ইউনেস্কো জানায় শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়ার কথা। স্বাভাবিকভাবেই বার্সেলোনার অনুষ্ঠানে উঠল সেই প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানালেন, শান্তিনিকেতনের এই স্বীকৃতি বাংলার গর্ব। তিনি গর্বিত। আগেই টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
এদিনের প্রবাসী বাঙালীদের মিলন অনুষ্ঠানের ষোলোআনাই ছিল বাঙালিয়ানা। সঞ্চালকেরা বক্তব্য রেখেছেন বাংলায়। চলেছে বাংলা গান। সেখানে খোশমেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। প্রবাসী বাঙালিদের সঙ্গে বাংলায় আলাপচারিতা সারলেন তিনি। প্রবাসীদের বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন বাংলার সংস্কৃতি, বাংলার একাধিক প্রকল্পের কথা। বললেন, বাংলা এখন অনেক বদলে গিয়েছে। ৩৪ বছরের সঙ্গে এর কোনও মিল নেই। প্রসঙ্গত, দিদি আসছেন শুনেই বার্সেলোনার বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা আট থেকে বেড়ে একশো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.