Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কৃত্রিম মেধা থেকে হস্তশিল্প-পর্যটন, লগ্নিতে ব্রিটেন-বাংলার সুদৃঢ় সম্পর্কই লক্ষ্য বাণিজ্য সম্মেলনে

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একটি সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছেপ্রকাশ করেছে।

Mamata Banerjee looks forward to revive Britain-Bengal trade relations
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 25, 2025 1:20 pm
  • Updated:March 25, 2025 2:22 pm  

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লক্ষ্য লগ্নিতে ব্রিটেন-বাংলার সম্পর্ক আরও সুদৃঢ় করা। আজ, মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। উদ্দেশ্য, ব্রিটেনে বাংলার পণ্যের বাজার বৃদ্ধি ও বাংলার জন্য লগ্নি আনা। এই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং বাংলার বণিক মহলের প্রতিনিধিদের মতোই প্রস্তুত ব্রিটেনের শিল্পপতিরাও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছাপ্রকাশ করেছে। আগামী চারমাসের মধ্যেই বিলেত থেকে বাংলায় আসবে প্রতিনিধিদল। 

রবিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে লন্ডন পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশীদার ব্রিটেন। গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিজিবিএসে পশ্চিমবঙ্গে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা। সেই সুবাদে এদিনের বৈঠকেও থাকছেন তাঁরা। ফলে লগ্নি প্রস্তাব কার্যত বাস্তবায়িত হওয়ার পথেই। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এদিনের বৈঠকে এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) থেকে বস্ত্রশিল্প, হস্তশিল্প, পর্যটনশিল্পে লগ্নি আনা। তিনি চাইছেন লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল। এতে বাংলায় যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাঁদের বিক্রির বাজার বাড়বে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখাসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পান্ডে-সহ অন্যান্যরা।

Advertisement

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তারা বাংলায় বিনিয়োগের ইচ্ছেপ্রকাশ করেছে। আগামী চারমাসের মধ্যেই বাংলায় আসবে সেই সংস্থার প্রতিনিধিরা। এদিনের বৈঠক বাংলার জন্য লগ্নির জোয়ার আনবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী। একইভাবে এরাজ্যে বিনিয়োগ করতে প্রস্তুত ব্রিটেনের শিল্পপতিরাও। উল্লেখ্য, বাংলায় বিনিয়োগ টানার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ের শিল্পবৈঠক করেন তিনি। মাস দেড়েক অর্থাৎ ফেব্রুয়ারিতে লগ্নি আনতে কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল বিজিবিএস (বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন)। তাতে শামিল হয়েছিলেন ব্রিটেনের শিল্পপতিরাও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub