কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী (মাদ্রিদ): স্যান্টিয়াগো বার্নাবেউ। রিয়াল মাদ্রিদের বিশ্বখ্যাত ফুটবল স্টেডিয়াম। বছর কয়েক আগেও যেখানে নিয়মিত খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই বিশ্বমানের স্টেডিয়াম পরিদর্শনে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলায় লগ্নি টানার লক্ষ্যে এই মুহূর্তে স্পেনে মমতা। তাঁর সফরসঙ্গী হয়েছেন সৌরভও। আসলে শিল্প বিনিয়োগ টানার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও স্পেনের সঙ্গে সমন্বয় চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। যে লক্ষ্যে প্রাক্তন বিসিসিআই সভাপতিও সাহায্য করছেন তাঁকে। ইতিমধ্যেই লা লিগা কর্তাদের সঙ্গে একপ্রস্ত বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। এবার তিনি যেতে পারেন রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম পরিদর্শনে। সব ঠিক থাকলে শনিবার একসঙ্গে বার্নাবেউতে যেতে পারেন মমতা-সৌরভ (Sourav Ganguly)।
মনে করা হচ্ছে, রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের ড্রেসিং রুম, গ্যালারি ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার খেলার মাঠ-সহ সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতে পারেন তিনি। মাদ্রিদের স্টেডিয়ামের পরিকাঠামো দেখে যুবভারতী বা বাংলার স্টেডিয়ামগুলির কোনওভাবে উন্নতি করা সম্ভব কিনা, সৌরভের সঙ্গে সেটা নিয়েও পরামর্শ করে নিতে চান তিনি। তবে সবটাই এখনও রয়েছে সম্ভাবনার স্তরে।
লা লিগা কর্তাদের সঙ্গে ফুটবল নিয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে ইতিমধ্যেই। সৌরভ-মমতা-সহ কলকাতার তিন প্রধানের সঙ্গে আলোচনায় লা লিগার (La Liga) কর্তারা বাংলায় বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছেন। বঙ্গ ফুটবলের জন্য কলকাতার (Kolkata) বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবেন। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.