Advertisement
Advertisement
Mamata Banerjee

Mamata Banerjee: স্পেনের পর দুবাইয়ে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর, বৈঠক হতে পারে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে

বুধবার বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee likely to meet Lulu group during her trip to Dubai
Published by: Sulaya Singha
  • Posted:September 20, 2023 12:22 pm
  • Updated:September 20, 2023 1:21 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেন সফরে একাধিক বাণিজ্য সম্মেলনের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) গন্তব্য দুবাই। সেখানে হতে চলা শিল্প সম্মেলনে মমতার সঙ্গে বৈঠক হতে পারে বিশ্বখ্যাত লু লু গ্রুপের সঙ্গে।

মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে বাংলায় এসে ব্যবসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন মমতা (CM Mamata Banerjee)। বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।” শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও বলেন তিনি। উল্লেখ করেন রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির। সেই সম্মেলন সেরে আজ, বুধবার স্থানীয় সময় রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ভারতবিরোধী ৯ জঙ্গি গোষ্ঠী সক্রিয় কানাডায়, দিল্লির অনুরোধেও মুখ ফেরায় ট্রুডো সরকার!]

বৃহস্পতিবার মরু শহরে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানে যোগ দেবেন শিল্প সম্মেলনে। যেখানে নামজাদা সংস্থা লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। বাণিজ্য সম্মেলনের পাশাপাশি ওই দিনই প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। উল্লেখ্য, বার্সেলোনাতেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। বাঙালিয়ানায় ভরপুর অনুষ্ঠানে জুড়ে গিয়েছিল স্প্যানিশ রংও। ফলত, এবার দুবাইয়ের প্রবাসী ভারতীয়রা কীভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন, সেদিকে, নজর থাকবে রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, দুবাইয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে স্পেন সফরের পর বিদেশি লগ্নি আনতে ঠাসা কর্মসূচি নিয়েই আজ দুবাই উড়ে যাচ্ছেন তিনি।

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement