Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee London Tour

দুবাই থেকে লন্ডন রওনা মমতার, দুপুরে হিথরো বিমানবন্দরে নামবে মুখ্যমন্ত্রীর বিমান

ঠাসা কর্মসূচি নিয়ে সাতদিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee London Tour: WB CM embarks upon flight to UK
Published by: Anwesha Adhikary
  • Posted:March 23, 2025 8:15 am
  • Updated:March 23, 2025 1:33 pm  

কুণাল ঘোষ এবং কিংশুক প্রামাণিক: দুবাই থেকে লন্ডন উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ দুবাই থেকে লন্ডন রওনা হয়েছেন তিনি। ভারতীয় সময় রবিবার দুপুর নাগাদ হিথরো বিমানবন্দরে নামবে মুখ্যমন্ত্রীর বিমান। এবার ঠাসা কর্মসূচি নিয়ে সাতদিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর।

প্রথমে স্থির করা হয়েছিল, ২২ মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ লন্ডনের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। জানা গিয়েছে, ভারতীয় সময় রবিবার দুপুর নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দরে নামবেন মমতা। 

Advertisement

লন্ডনযাত্রা (London Tour) পিছিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর সেখানে থাকার সময়ও কমছে। ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কি না, তা এখনও অজানা।

লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও থাকবেন WBTC-এর কয়েকজন আধিকারিক। মমতার সঙ্গে লন্ডনে যাচ্ছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হবেন। উল্লেখ্য, অক্সফোর্ড-সহ লন্ডনের তিনটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement