Advertisement
Advertisement
Malini Mehra

‘আমার বাবা RSS কর্মী, কিন্তু এই ভারত আমার নয়’, রাহুলের সভায় বললেন মহিলা, ভাইরাল ভিডিও

মহিলাকে কী বললেন রাহুল?

Malini Mehra viral for asking Rahul Gandhi this question in London | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2023 4:25 pm
  • Updated:March 8, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী ঠিক যা যা বলেন, তাঁর সভায় এসে ঠিক তাই তাই বললেন এক প্রবাসী ভারতীয় মহিলা। রাহুল যেমন বলেন, ভারতের মূল ভাবনাকেই বদলে দিয়েছে RSS, বিজেপির আমলে ভারতের গণতন্ত্র বিপদে। মালিনী মেহেরা নামের এই প্রবাসী মহিলাও ঠিক তেমনটাই বললেন। বললেন আজকের ভারতকে তিনি চিনতে পারেন না। বললেন, তাঁর বাবা একজন আরএসএস (RSS) কর্মী, তিনিও আজকের ভারতের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন না। নিমেষে ওই প্রবাসী মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিও-তে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, “আমার দেশের পরিস্থিতি দেখে আমি মুষড়ে পড়ছি। আমার বাবা গর্বিত আরএসএস কর্মী। তিনিও আজ নিজেদের দেশকে চিনতে পারেন না। বাবার কথা বাদ দিন। আমরা কীভাবে আমাদের গণতন্ত্রকে ফের শক্তিশালী করতে পারি?” মালিনীর (Malini Mehra) বক্তব্য, “আমার দেশ বদলে গিয়েছে। আমার মতো লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, যারা ভারতে জন্মেছে অথচ আজকের ভারতকে চিনতে পারেন না।” নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মিটল না মিষ্টি খাওয়ার ‘আবদার’, ইডি হেফাজতে কেমন কাটল অনুব্রতর প্রথম রাত?]

বস্তুত, বহুদিন আগে থেকে ঠিক এই কথাগুলিই বলে আসছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বারবার তিনি অভিযোগ করেন, আরএসএস ভারতের মূল ভাবনায় আঘাত করছে। সেটাই এক প্রবাসী মহিলার মুখে শুনে বেশ উল্লসিত মনে হয় রাহুলকে। তিনি বলেন, “আপনি যেটা বললেন, আপনার বাবা আরএসএস কর্মী হয়েও নিজের দেশকে চিনতে পারছে না। সেটাই অনেক বড় ব্যাপার। আপনি যেটা বললেন, সেটারই আলাদা একটা প্রভাব রয়েছে।” ওই মহিলাকে গণতন্ত্র শক্তিশালী করার উপায়ও বাতলে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি মনে বলেন,”ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হন। যখনই সুযোগ পাবেন বারবার করে ভারতের মূল ভাবনা সম্পর্কে বলুন। বারবার ভারতের গণতন্ত্রের পক্ষে সরব হন। এটা প্রত্যেক ভারতীয়র কর্তব্য।” 

[আরও পড়ুন: বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে মোদিকে চিঠি শান্তিনিকেতন ট্রাস্টের]

রাহুলের সভায় যাওয়া ওই মহিলাকে পালটা আক্রমণও করা হয়েছে। ইনফোসিসের (Infosys) এক প্রাক্তন শীর্ষকর্তা তাঁকে ‘অর্থনৈতিক শরণার্থী’ বলে তোপ দেগেছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, যারা ভারতে বড় হয়ে এখন বিদেশে গিয়ে দেশকে বদনাম করছে, তাদের এমনিতেও নিজেদের ভারতীয় বলে পরিচয় দেওয়ার কোনও অধিকার নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement