Advertisement
Advertisement

রাষ্ট্রসংঘে ছবি বিতর্কে দেশের নাগরিকদের একাংশের তোপে পাক প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

Maleeha Lodhi, Pakistan’s representative at UN trolled for goof up
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2017 3:25 pm
  • Updated:September 25, 2017 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাশ্মীরে নিরীহ মানুষদের উপর ‘দমনপীড়ন’ চালাচ্ছে ভারত। এই ছিল অভিযোগ। আর সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতে গাজায় আহত এক কিশোরীর ছবি দেখিয়ে সেটি ভারতের বলে দাবি করেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধির এই কুকীর্তি নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ। অন্যদিকে, মালিহা লোধির বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছে পাক সংবাদমাধ্যম। তবে রাষ্ট্রসংঘে দেশের প্রতিনিধি অপদার্থতা নিয়ে সরব হয়েছেন পাক নাগরিকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। রাষ্ট্রসংঘে বক্তব্য রাখার আগে কেন ঠিকমতো প্রস্তুতি নেননি মালিহা লোধি, তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকেই।

[নিরাপত্তায় গলদ, জঙ্গিদের নাগালেই পাক পরমাণু বোমা]

Advertisement

প্রথমে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি এনাম গম্ভীর। তারপর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্বয়ং। রাষ্ট্রসংঘের সাধারণসভায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত। জবাবে ভারতের দক্ষিণ এশিয়ার সন্ত্রাস ভূমি বলে পালটা তোপ দাগেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিরীহ মানুষের উপর দমনপীড়ন ও গো-রক্ষার নামে মুসলমানদের আক্রমণ করার অভিযোগও তোলেন তিনি। আর নিজের অভিযোগের সত্যতা প্রমাণ করতে এক আহত কিশোরীর ছবিও দেখান পাক প্রতিনিধি। সেই ছবি ঘিরে দানা বেধেছে বিতর্ক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রাষ্ট্রসংঘে যে আহত কিশোরীর ছবি দেখিয়েছেন পাক প্রতিনিধি, তার নাম আওয়া আবু জুম। ২০১৪ সালে গাজার ইজরায়েলের বিমান হানায় আহত হয়েছিল সে।

[এবার উত্তর কোরিয়ার নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা]

রাষ্ট্রসংঘে গাজার ছবিকে ভারতের ছবি বলে দাবি করার ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাষ্ট্রসংঘে দেশের স্থায়ী প্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পাক নাগরিকদেরই একাংশ। তাঁদের দাবি, মালিহা লোধির অপদার্থতায় গোটা বিষয়টির গুরুত্ব লঘু হয়ে গিয়েছে। রাষ্ট্রসংঘে বক্তৃতা দেওয়া আগে কেন ঠিকমতো প্রস্ততি নেননি পাক প্রতিনিধি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

 

[খেয়ালি দম্পতির শখ মেটাতে ৩.২ কিমি লম্বা শাড়ি বইতে হল পড়ুয়াদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement