Advertisement
Advertisement

Breaking News

Maldives India

মালদ্বীপ থেকে সেনা সরান, শপথ নিয়েই ভারতকে বার্তা ‘চিনপন্থী’ প্রেসিডেন্টের

ভারতীয় সেনা থাকলে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে, মত মালদ্বীপ প্রেসিডেন্টের।

Maldives president officially requests India to remove army | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 18, 2023 8:59 pm
  • Updated:November 18, 2023 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারিভাবে ভারতকে সেনা সরানোর অনুরোধ করলেন মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। শুক্রবার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি। তার পরেই ভারতকে সরকারিভাবে সেনা সরানোর কথা বললেন মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট। যদিও এই প্রসঙ্গে ভারতের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও। উল্লেখ্য, নির্বাচনী প্রচার চলাকালীন এই নেতা সাফ জানিয়ে দেন, মালদ্বীপে ভারতীয় সেনা (Indian Army) থাকলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

শুক্রবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন মুইজু। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। কিন্তু সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ভূবিজ্ঞানমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর সঙ্গে দেখা করে কথাও বলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেই সময়েই সরকারিভাবে সেনা সরানোর অনুরোধ করেন মুইজু। প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়, মালদ্বীপের সরকার সরকারিভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে যেন সেদেশ থেকে সেনা সরিয়ে নেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ফাইনালে শামিই হোক সেরা, ভারতকে জেতাতে পায়েলের ধনুকভাঙা পণ! কী করবেন অভিনেত্রী?]

উল্লেখ্য, গত মাসের শুরুতে নির্বাচনে জিতে প্রেসিডেন্টের কুরসিতে বসেছিলেন মুইজু। তবে প্রথম দিনই জানিয়েছিলেন, “আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।” তার পরে সরাসরি ভারতের নাম করেই মুইজ্জু বলেন, “আমাদের দেশে ভারতের সেনাবাহিনী রয়েছে। কিন্তু তাদের ফিরে যেতে হবে।”

বরাবরই চিনপন্থী হিসাবে পরিচিত মুইজু। তিনি মসনদে বসলে ভারতকে নিশানা করতে পারতেন এই আশঙ্কা ছিলই। ভারতের সেনা সরিয়ে চিনের প্রতি সমর্থন জানাবেন মুইজু, এই প্রশ্ন উঠছে দেশের অন্দরেই। তবে প্রেসিডেন্টের সাফ উত্তর, “চিন বা অন্য কোনও দেশের সেনাকেই মালদ্বীপে থাকার অনুমতি দেওয়া হবে না।” তবে ভারতের সেনা সরানো নিয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানায়নি মালদ্বীপ।

[আরও পড়ুন: ভারত বিশ্বকাপ জিতলেই ১০০ কোটি উপহার! বিরাট ঘোষণা ব্যবসায়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement