পাঁচদিনের জন্য চিন সফরে মহম্মদ মুইজু। ছবি- পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই চিনের (China) ভূয়সী প্রশংসা মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্টের মুখে। প্রথমবার চিন সফরে গিয়েই মহম্মদ মুইজু সাফ জানিয়ে দিলেন, চিন হল মালদ্বীপের অত্যন্ত মূল্যবান ‘বন্ধু’। তাছাড়াও মালদ্বীপে উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে চিনের। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করার জেরে তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপের মন্ত্রিসভা। তার পরেই চিনের প্রশংসায় পঞ্চমুখ সেদেশের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমবার চিন সফরে গিয়েছেন মুইজু। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক সারবেন তিনি। সফরের প্রথমদিন ফুজিয়ান প্রদেশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুইজু। সেখানে ছিলেন চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্তারাও। সেই আলোচনা চলাকালীনই চিনের প্রশংসা শোনা যায় মালদ্বীপ প্রেসিডেন্টের মুখে। উল্লেখ্য, এই চিনা সংস্থাটি মালদ্বীপের একাধিক প্রকল্পে কাজ করেছে।
মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়, মুইজু বলেছেন, “মালদ্বীপের মূল্যবান বন্ধু হিসাবে চিনের গুরুত্ব অপরিসীম। দেশের উন্নতির পথে মালদ্বীপের সঙ্গে একই উদ্দেশ্য নিয়ে সমানভাবে অবদান রেখেছে চিন।” তবে এই বৈঠক নিয়ে চিনের তরফে এখনও কিছু জানানো হয়নি। সেদেশের বিদেশমন্ত্রক সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন মুইজু। সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেই খবর।
কয়েকমাস আগে ‘চিনপন্থী’ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্রমশ খারাপ হতে শুরু করেছে ভারতের সঙ্গে সেদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এহেন পরিস্থিতিতেই চিনে লম্বা সফরে গিয়েছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। যদিও দীর্ঘদিন ধরে মালদ্বীপের নানা প্রকল্পে প্রচুর সাহায্য করেছে ভারত। তা সত্ত্বেও চিনের প্রতি বেশি আস্থা রাখতে চাইছে মালদ্বীপ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মালদ্বীপে ঘাঁটি গেড়ে ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চাইছে চিন। মুইজুর মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভারতের প্রভাব খর্ব করতে চিনকে সাহায্য করবে দ্বীপরাষ্ট্রটি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.