প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার ব্যবহৃত হেলিকপ্টার ও বিমান চালানোর যোগ্যতাই নেই মালদ্বীপের (Maldives) সেনার! অবশেষে এই কঠিন সত্য মানতে বাধ্য় হল ‘চিনপন্থী’ মহম্মদ মুইজ্জুর সরকার। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মাউমুন সাফ জানিয়ে দিলেন, ভারতীয় কপ্টার চালানোর জন্য মালদ্বীপের সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কিন্তু ভারতীয় সেনা তড়িঘড়ি দেশে ফিরে যাওয়ায় প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি।
গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা জওয়ান (Indian Army) কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তাঁরা। দীর্ঘ সময় ধরে সেদেশে মানবিক কারণে সহায়তা করে এসেছে ভারতীয় সেনা। কিন্তু নির্বাচনে জেতার পরেই দেশ থেকে ভারতীয় সেনাকে ‘বিতাড়ন’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেই ঘোষণা অনুযায়ী, চলতি মাসের মধ্যেই মালদ্বীপ ছেড়ে দেশে ফিরে আসেন ভারতীয় সেনা কর্মীরা। তবে দ্বীপরাষ্ট্রে রয়ে গিয়েছে ভারতীয় বিমান ও কপ্টার। ভারতীয় অসামরিক কর্মীরা সেই উড়ানগুলো পরিচালনা করবেন।
অসামরিক কর্মীদের মালদ্বীপে পাঠানো নিয়েও আপত্তি তুলেছিলেন মুইজ্জু। তাঁর দাবি ছিল, ভারতীয় (India) সেনাকর্মীরা সাদা পোশাকে মালদ্বীপে ঢুকছেন। কিন্তু পরে এই দাবি খারিজ করে তাঁরই দপ্তর। গত শুক্রবার মালদ্বীপের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়ে দেন, ১০মে ডেডলাইন শেষের আগেই দেশ ছেড়েছেন ভারতীয় সেনা আধিকারিকরা। তার পর থেকেই ভারতীয় উড়ান পরিচালনা নিয়ে সমস্যায় পড়েছে মালদ্বীপের সেনাবাহিনী। কারণ মালদ্বীপ সেনার পাইলটদের কারোওর কাছেই উন্নতমানের ভারতীয় উড়ান পরিচালনা করার যোগ্যতা নেই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানিয়েছেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, মালদ্বীপের সেনাকে এই উড়ান পরিচালনা করার প্রশিক্ষণ দিতে শুরু করেছিল ভারতীয় সেনা। কিন্তু নানা কারণে সেই প্রশিক্ষণ শেষ করা যায়নি। ফলে কপ্টার এবং বিমান থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সেনাকে ‘তাড়াতে’ কার্যত উঠেপড়ে লেগেছিল মালদ্বীপ। এখন তারই মাসুল গুনতে হচ্ছে সেদেশের ‘চিনপন্থী’ সরকারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.