মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে মারিয়ম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারত বিরোধী মন্তব্য মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী মারিয়ম শিউনার (Mariyam Shiuna)। বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ শানাতে গিয়ে ভারতের জাতীয় পতাকাকে অপমান করলেন তিনি। অতীতের নিষেধাজ্ঞা তুলে ভারত যখন খাদ্যদ্রব্য রপ্তানিতে মালদ্বীপের (Maldives) সঙ্গে চুক্তি সম্পন্ন করছে, ঠিক সেই সময়ে সোশাল মিডিয়া পোস্টে ভারতের জাতীয় পতাকাকে অশুভ শক্তির সঙ্গে তুলনা করতে দেখা গেল মারিয়মকে।
সামনেই মালদ্বীপে নির্বাচন। সেই উপলক্ষে দ্বীপরাষ্ট্রে একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে নেমেছে শাসক ও বিরোধী দুই পক্ষ। বিরোধী এমডিপি-কে কটাক্ষ করতে গিয়ে তাদের দলের একটি ‘বিকৃত’ লোগোর ছবি পোস্ট করেছিলেন মরিয়ম। সেই পোস্টে এমডিপি-র প্রতীকের বদলে ছিল ভারতের জাতীয় পতাকার ‘অশোকচক্র’-র মতো দেখতে একটি আকৃতি। সেই সঙ্গে মরিয়ম লেখেন, ‘এমডিপির পদস্খলন হতে চলেছে। মালদ্বীপের মানুষ নিশ্চই তাদের সঙ্গে পিছিয়ে পড়তে চায় না। নিজের পোস্টে মালদ্বীপের বিরোধী দলের প্রতীক চিহ্নের সঙ্গে ভারতের শাসকদল বিজেপির ‘পদ্ম’ প্রতীকও ব্যবহার করেছেন তিনি।
মারিয়মের সেই পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নেয়। এরপরই বিতর্কিত পোস্ট মুছে ক্ষমা চান তিনি। এক্স হ্যান্ডেলে মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী লেখেন, “সম্প্রতি যে পোস্ট আমি করেছি তার জন্য যদি কোনও বিভ্রান্তি তৈরি হয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার পোস্ট করা ছবির সঙ্গে যে ভারতের পতাকার সাদৃশ্য রয়েছে তা পরে আমি জানতে পেরেছি। এটা অনিচ্ছাকৃত ভুল। আগামী দিনে এমন কোনও পোস্ট করার আগে অবশ্যই সতর্ক থাকব। ভারতের সঙ্গে মালদ্বীপের গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আমরা সম্মান করি।”
অবশ্য মারিয়মকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়, এর আগে ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে অপমানজনক পোস্ট করেছিলেন তিনি। যার জেরে বিতর্ক চরম আকার নিতেই তাঁকে মন্ত্রী পদ থেকে সরায় মুইজ্জু সরকার। তবে সরকারি পদ থেকে সরলেও শাসকদলের গুরুত্বপূর্ণ পদে এখনও বহাল তিনি। এদিকে গত শুক্রবার মালদ্বীপে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। যার জেরে এখন থেকে ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা, চিনি এবং ডালের মতো একাধিক খাদ্য দ্রব্য দ্বীপরাষ্ট্রে রপ্তানি অব্যাহত রাখবে ভারত সরকার। ঠিক সেই মুহুর্তেই মারিয়ুমের ভারত বিরোধী পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.