Advertisement
Advertisement

Breaking News

ভাল্লুক

কুকুর ভেবে ভাল্লুক পুষেছিলেন! বন্যপ্রাণ আইন ভেঙে গ্রেপ্তার মালয়েশিয়ার গায়িকা

আইন ভাঙায় গায়িকাকে জেলে পুরল পুলিশ৷

Malaysian Singer arrested for keeping bear as pet at home
Published by: Sucheta Sengupta
  • Posted:June 13, 2019 9:34 pm
  • Updated:June 14, 2019 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতদুপুরে রাস্তার ধার কালো, লোমশ প্রাণীটাকে কাতরাতে দেখেছিলেন৷ মনটা আর্দ্র হয়ে যায়৷ তাকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন মালয়েশিয়ার এক গায়িকা৷ কিন্তু সেই ঘটনাই যে আজ এমন বিপদের মুখে ঠেলে দেবে, ভাবতে পারেননি তিনি৷ সেই প্রাণীর জন্য আজ গায়িকা জারিথ সোফিয়া ইয়াসিন কারারুদ্ধ৷

[আরও পড়ুন: প্রত্যর্পণ বিল নিয়ে অগ্নিগর্ভ হংকং, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের]

ব্যাপারটা ঠিক কী? সপ্তাহ দুয়েক আগে রাতে অনুষ্ঠান সেরে ফিরছিলেন বছর সাতাশের গায়িকা সোফিয়া ইয়াসিন৷ রাস্তার ধারে তিনি দেখতে পান, একটি প্রাণী পড়ে রয়েছে৷ তাকে নিজের গাড়িতে তুলে বাড়ি নিয়ে আসেন৷ সুস্থ করে বাড়িতেই রেখে দেন৷ সেখানে যত্নেই ছিল প্রাণীটি৷ সোফিয়া ভালবেসে তার নাম রাখে ব্রুনো৷ কিন্তু একদিন আচমকা সোফিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ৷ তাঁকে বন্যপ্রাণ আইন ভাঙার অভিযোগে সোজা গ্রেপ্তার করা হয়৷ তখনও তিনি কিছুই বুঝতে পারেননি৷ 

পরে তাঁকে পুলিশ জানায়, তাঁর বাড়িতে থাকা প্রাণীটি আসলে একটি বুনো ভাল্লুক৷ একদিন তাঁর বহুতল ফ্ল্যাটের জানলা দিয়ে উঁকি মারতে দেখা গিয়েছিল প্রাণীটিকে৷ তাতেই সন্দেহ হয়৷ খোঁজখবর নিয়ে জানা যায়, সেটি একটি ভাল্লুক৷ যা গৃহপালিত পশু হিসেবে বাড়িতে রাখা বেআইনি৷ শুনে একেবারে চমকে ওঠেন সোফিয়া৷ তিনি তদন্তকারীদের জানান, তিনি ভেবেছিলেন প্রাণীটি একটি বড়সড় কুকুরমাত্র৷ তাই পুষেছিলেন৷ এমনকী সোফিয়া তাঁদের এও বিশ্বাস করানোর চেষ্টা করেন, ব্রুনোর মধ্যে বুনো কোনও স্বভাব তিনি দেখেননি৷ সে অত্যন্ত ভালভাবে, আদরযত্নেই ছিল সোফিয়ার কাছে৷ কিন্তু কে শোনে কার কথা? বুনো ভাল্লুক ঘরে রাখা নিরাপদ তো নয়ই, একইসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের পরিপন্থী৷ তাই সোফিয়া আজ জেলে৷

Advertisement

[আরও পড়ুন: ‘দুর্মুখ’ ট্রাম্পকে সামলাতে পম্পেও বললেন ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’]

ব্রুনোকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি চিড়িয়াখানায়৷  আর এখানেই সোফিয়ার চিন্তা৷ তিনি ব্রুনোর যেমন যত্ন নিতেন, তেমন কি আর চিড়িয়াখানায় হবে? এই ভেবেই আপাতত কারাগারে দিন কাটাতে হচ্ছে সোফিয়াকে৷ 

bear

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement