সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকিস্তানি কন্যার সঙ্গে বিয়ে হল অসর মালিক নামে পাক ক্রিকেট বোর্ডের এক কর্তার। বার্মিংহামের বাড়িতে ঘরোয়া পরিবেশে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। মঙ্গলবার টুইট করে সকলকে নিজের বিয়ের খবর দিয়েছেন তরুণী মালালা। বিয়ের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটারে ছবিগুলি শেয়ার করে মালালা লেখেন, ”আজ আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি আজীবনের সঙ্গী হতে গাঁটছড়া বাঁধলাম। আমরা বার্মিংহামের বাড়িতে ছোটখাটো এক বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এই মুহূর্তটি উদযাপন করলাম। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন। আগামীর যাত্রা একসঙ্গে শুরু করতে পেরে আমরা উত্তেজিত।”
Today marks a precious day in my life.
Asser and I tied the knot to be partners for life. We celebrated a small nikkah ceremony at home in Birmingham with our families. Please send us your prayers. We are excited to walk together for the journey ahead.
📸: @malinfezehai pic.twitter.com/SNRgm3ufWP— Malala (@Malala) November 9, 2021
উল্লেখ্য, কয়েক মাস আগে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ (Vogue) পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছিলেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এমনকী, কেউ কেউ সেই মতকে ‘ইসলাম-বিরোধী’ বলেও আক্রমণ শানিয়েছিলেন। তিনি বলেছিলেন. ‘‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে। জীবনসাথীকে বেছে নিতে হলে কাগজে সই করার কী দরকার? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’’ মালালার এহেন মন্তব্যে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে বিয়ে করার সিদ্ধান্তই নিলেন মালালাই।
২০১২ সালে প্রথমবার গোটা বিশ্ব মালালার নাম জেনেছিল। সেই সময় ১৪ বছর বয়স ছিল তাঁর। স্কুল থেকে ফেরার পথে তালিবানের গুলি খেতে হয়েছিল তাঁকে। সেই ঘটনায় শিউরে উঠেছিল বিশ্ব। বুলেটে খসে পড়েছিল কিশোরীর মাথার খুলির একাংশ। সেই অংশটি সযত্নে রেখে দিয়েছেন নিজের বইয়ের তাকে। মনে কিন্তু সেই ভয়াবহ ঘটনার স্মৃতিটুকু ধরে রাখেননি বছর চব্বিশের মালালা ইউসুফজাই। নোবেলজয়ী সমাজকর্মী, নারী শিক্ষাকর্মী, শান্তিকামী। এমনই আরও বহু পরিচয় রয়েছে তাঁর। লড়াকু নারী হিসেবে অনেকেরই অনুপ্রেরণা মালালা।
মহিলাদের শিক্ষার অধিকার থেকে শুরু করে বৈষম্য ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন মালালা। আর সেজন্য এখনও জেহাদিদের বিষ নজরে রয়েছেন তিনি। মালালাকে খুন করার হুমকি দিয়েছে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর প্রাক্তন মুখপাত্র এহসান। আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে বলে হুমকি দেয়। এহেন ভয়ংকর হুমকির পরে ওই জঙ্গির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মালালা কিন্তু কোনও হুমকিতেই পিছিয়ে আসেননি। জানিয়েছেন, আগামী দিনেও তাঁর লড়াই জারি থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.