সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালের সামনে ছোট ছোট করে ছাঁটা চুল। ফ্যাশনের ভাষায় যাকে ‘ফ্রিঞ্জ’ বলে। মালালা ইউসুফজাইকে এর আগে এরকম লুকে দেখে গিয়েছে বলে মনে করা দায়! সাদামাটা, একেবারে সাধারণ লুকেই সবসময় দেখা যায় তাঁকে। তাহলে কি ফ্যাশন স্টেটমেন্ট পরিবর্তন করলেন নোবেলজয়ী এই তন্বী? মালালার নতুন ছবি দেখার পর অনেকেই এই প্রশ্ন তুলেছেন।
আসলে বিশ্বজুড়ে COVID-19-এর জেরে অনেক দেশই এখন লকডাউন। বাড়ির বাইরে পা রাখা মানা। কড়া নির্দেশিকা জারি হয়েছে সরকারের তরফে। অগত্যা বাড়ি বসে কী কী করা যায়, সেকথাই এখন ভাবছেন গৃহবন্দিরা। মালালার ক্ষেত্রেও তাই। হোম কোয়ারেন্টাইনে একঘেয়ে হয়ে নিজেই নিজের চুল কাটলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।
মালালা ইউসুফজাইয়ের ফ্রিঞ্জ করে কাটা চুলের ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল। অনুরাগীরাও মিষ্টি বার্তাতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। বাড়িতে নিজের চুল কাটার আগে অবশ্য তিনি তাঁর ব্যক্তিগত চুল ও ত্বক বিশেষজ্ঞ জনাথন ভ্যান নেসের সঙ্গে শলা পরামর্শও করেছেন। কিন্তু জনাথন এইসময়ে মালালাকে একা নিজের চুল কাটতে একাধিকবার বারণ করলেও তিনি শোনেননি। খানিকটা শিশুসুলভ বায়না ধরেই নিজের লুক এক্সপেরিমেন্ট করে ফেলেছেন। তবে আখেড়ে তাতে খারাপ যে কিছুই হয়নি। তা মালালার পোস্টের নিচে তাঁর ব্যক্তিগত চুল-ত্বক বিশেষজ্ঞ জনাথনের মন্তব্য দেখলেই বোঝা যায়।
ক্যাপশনে মালালা জনাথনের কথা উল্লেখ করে বলেছেন, “জনাথন ভ্যান নেস আমাকে বার বার মানা করেছিলেন কোয়ান্টাইনে থাকাকালীন নিজের চুল কাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে! কিন্তু আমি, অবশেষে নিজেই ফ্রিঞ্জ কেটে বসলাম। আমি কি ঠিকঠাক কাটতে পেরেছি?” প্রশ্নের উত্তরে জনাথনও বলেন, “বেশ পেরেছ বইকী!” অক্সফোর্ড পড়ুয়া মালালা এখন বাড়ির বেরতে পারছেন না। তাই দিন কয়েক আগে বন্ধুদের মিস করে একটি পোস্টও করেছিলেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.