সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল পাঁচ জনের। মৃতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। যার মধ্যে দুই শিশুও রয়েছে। রবিবার সকাল ন’টা নাগাদ ঘটনাটি ঘটে বাংলাদেশের গোয়ালবাথান রেল ক্রসিংয়ের কাছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রাজধানী ঢাকার অদূরে গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলায় কলকাতার দিকে আসছিল মৈত্রী এক্সপ্রেস। সেই সময়ই রক্ষীবিহীন ওই রেল ক্রসিংয়ের উপর দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মিনহাজ, রিপন নামে এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং ছয় বছরের দুই ছেলে-মেয়ের।
দুর্ঘটনার জেরে আবার লাইনচ্যুত হয়ে পড়ে মৈত্রী এক্সপ্রেসের কয়েকটি বগি। ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাছের একটি স্কুলে যাচ্ছিল গাড়িটি। ট্রেন আসতে দেখেও চালক দ্রুত গাড়ি চালিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। সেই জন্যই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন –
(মোবাইল চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে বেধড়ক মার পুলিশের)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.