Advertisement
Advertisement

Breaking News

বর্ষার রাতে ড্রয়িংরুমে ভারী বুটের শব্দ, আতঙ্ক!

ভয়ের চোটে চিৎকার করার চেষ্টা করেছিল ক্যাথলিন৷ কিন্তু তার গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না৷ আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলে৷

Loud steps of boots haunt the little child

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 5:59 pm
  • Updated:August 10, 2016 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বড় বাড়িতে ছোট্ট শিশুর পক্ষে একা থাকা বেশ কঠিন৷ সেই শিশু যত সাহসীই হোক না কেন৷ কিন্তু ক্যাথলিনের ব্যস্ত বাবা এবং মা সেই ব্যাপারটা বুঝতে পারেননি৷ আর তাই এক বৃষ্টির সন্ধ্যায় সাত বছরের মেয়েকে একা রেখে বেরিয়ে পরেছিলেন নিজেদের কাজে৷ বৃষ্টির জন্য সেদিন ক্যাথলিনের দেখাশোনার জন্য যিনি নিযুক্ত ছিলেন তিনিও আসেননি৷ সকাল থেকেই একটানা বৃষ্টি চলছে৷

সন্ধ্যাবেলা একা একা বিছানায় শুয়ে ছিল ক্যাথলিন৷ বাইরে থেকে ভেসে আসছিল টিপটিপ বৃষ্টির আওয়াজ৷ একা একা বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল ক্যাথলিন৷ কিন্তু হঠাৎই কারও বুটের আওয়াজে ঘুম ভেঙে যায় ক্যাথলিনের৷ প্রথমটায় সে ভেবেছিল তার বাবা বাড়ি ফিরে এসেছে বোধ হয়৷ কিন্তু কিছুক্ষণ পরেই সে টের পায় ঘরে ওই শক্ত বুটের ভারি আওয়াজ ঘোরাফেরা করলেও বাবার কোনও সাড়া পাওয়া যাচ্ছে না৷ সন্দেহের বশে ক্যাথলিন নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িংরুমে বাবাকে খুঁজতে গিয়েই বিপাকে পড়ল৷ ড্রয়িংরুমে বুটের আওয়াজ থাকলেও বাবার দেখা পায়নি ক্যাথলিন৷ ভয়ের চোটে চিৎকার করার চেষ্টা করেছিল ক্যাথলিন৷ কিন্তু তার গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না৷ আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলে৷

Advertisement

ঘুম ভাঙার পর ক্যাথলিন দেখে সে তার ঘরে শুয়ে রয়েছে এবং তার মা ও বাবা তার মাথার কাছে বসে রয়েছে৷ ক্যাথলিন পুরো ঘটনা তাঁদের কাছে বললে তাঁরাও খুবই চিন্তিত হয়ে পড়েন৷ এরপর বাড়িতে পাদ্রী ডেকে এনে প্রার্থনা করেন ক্যাথলিন ও তার পরিবার৷ আর তারপর থেকে ক্যাথলিন এমন অবস্থার সম্মুখীন হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement