Advertisement
Advertisement
London

ইটের বদলে পাটকেল! দেওয়ালে প্রস্রাব করলে পালটা ছিটকে আসবে মূত্রস্রোত

কোথায় এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে?

London to stop public peeing with wall paint that splashes urine back | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 21, 2023 1:30 pm
  • Updated:January 21, 2023 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটের বদলে পাটকেল। রাস্তায় যত্রতত্র, দেওয়ালে মূত্রত‌্যাগ? সঙ্গে সঙ্গে মিলবে ‘শাস্তি’। যে দেওয়ালে প্রস্রাব করবেন, সেই দেওয়াল থেকেই পালটা ছিটকে আসবে মূত্রস্রোত। অর্থাৎ যিনি প্রস্রাব করবেন, তাঁর দিকেই ধেয়ে এসে তাঁরই গায়ে এসে পড়বে তা। সিনেমার গল্প নয়, বাস্তবেই ঘটবে এরকমটা।

তার কারণ, দেওয়ালে লাগানো হয়েছে একটি বিশেষ ধরনের স্প্রে-অন-লিকুইড পেইন্ট। বর্ণহীন এই রং একেবারে স্বচ্ছ। তাই দেওয়ালে লাগালেও বোঝার উপায় নেই। আর এই রঙের বিশেষত্ব–এটি জল-প্রতিরোধী। কাজেই এর উপর জল (পড়ুন মূত্র) এসে পড়লে, তা আপনা থেকেই ছিটকে এসে পড়ে উলটোদিকে। এর নাম ‘অ‌্যান্টি পি-পেইন্ট’। সঙ্গে সাঁটানো হচ্ছে সতর্কতামূলক পোস্টার।

Advertisement

[আরও পড়ুন: গাড়িতে সিটবেল্ট না পরার শাস্তি, জরিমানা হল খোদ বিট্রেনের প্রধানমন্ত্রী সুনাকের]

রাস্তায় বিশেষ করে বাড়ির দেওয়ালে অনাহুতদের যখন-তখন মূত্রত‌্যাগ আটকাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল লন্ডনের একটি এলাকা। নাম সোহো। এখানকার বেশ কিছু বাসিন্দা পড়েছিলেন বেজায় সমস‌্যায়। এই এলাকায় প্রচুর রেস্তোরাঁ, বার, থিয়েটার এবং বিনোদনের অন‌্যান‌্য জায়গা রয়েছে। প্রচুর মানুষের ভিড় হয় রোজ, বিশেষ করে রাতের দিকে। আর রোজ সকালে উঠে বাসিন্দাদের পূতিগন্ধময় বাড়ির দেওয়াল দেখতে মোটেই ভাল লাগত না। তাঁরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তাই অভিযোগ জানান ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের কাছে।

প্রথমে দেওয়ালে পোস্টার দেওয়া হল, কিন্তু কাজ হল না। রাস্তা সাফাইয়েও নজর দেওয়া হল, কিন্তু তাতেও কোনও ফল মিলল না। এর পরই দেওয়ালে এই বিশেষ ধরনের স্প্রে-অন-লিকুইড পেইন্ট লাগানোর সিদ্ধান্ত। স্থানীয় কাউন্সিলর অ‌্যাইকা লেসের মন্তব‌্য, “এই পদক্ষেপ খুবই কাজে দিয়েছে।” তবে তিনি জানিয়েছেন, আগামী ছ’মাস এর কার্যকারিতা খতিয়ে দেখবেন তাঁরা।

[আরও পড়ুন: ‘তাপসকে ঘুষ দিইনি বলে এই হাল’, ষড়যন্ত্রের অভিযোগে সরব নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement