Advertisement
Advertisement
Nepal power tussle

নেপালে জমে উঠেছে ক্ষমতা দখলের লড়াই, ওলিকে সরাতে মরিয়া প্রচণ্ড

দলের কর্মীদের খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে বললেন তিনি।

Pushpa Kamal Dahal tells party workers to prepare for worst

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:August 8, 2020 3:36 pm
  • Updated:August 8, 2020 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ হল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক। এরপরই দলীয় কর্মীদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার পরামর্শ দিলেন নেপাল কমিউনিস্ট পার্টি (NCP) -এর অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড ।দলের নির্দেশ অমান্য করে নিজেকে নেপালের সর্বময় কর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ওলি। এর ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁর অভিযোগ।

নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দলের দুই শীর্ষ নেতা মাধব নেপাল ও ঝালাননাথ খানাল এবং মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠাকে নিয়ে একদল সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড (Prachanda)। সেখানে ওলির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ক্ষমতা অর্জন করা আমাদের মূল লক্ষ্য নয়। আমরা চাই নেপালের কমিউনিস্ট পার্টি যেন সঠিক নীতি মেনে পরিচালিত হয়। তাই দলের মধ্যে পদ দখলের জন্য কোনও চেষ্টাই করি না। কিন্তু, এখন দলের মধ্যে যে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। যেভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য ওলি দলের বর্ষীয়ান নেতাদের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হচ্ছি।’

Advertisement

[আরও পড়ুন: বাড়ছে চিনের সঙ্গে সংঘাত, হংকংয়ের প্রশাসকের উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা ]

নিজের গদি ধরে রাখার জন্যই ওলি অন্য রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছে বলেও বুধবার অভিযোগ করেন প্রচণ্ড। বলেন, ‘ওলির কথা মেনে তাঁকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী ও দলের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদে রাখতে রাজি হয়েছি আমরা। কিন্তু, ওলি তাতেও সন্তুষ্ট হচ্ছেন না। নিজেকে সর্বশক্তিমান করে তোলার জন্য পার্টির মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন। দলের শীর্ষস্তর থেকে অনুমোদন না নিয়েই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন। অন্য দল গঠনের জন্য কিছু লোকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদনও জমা দিয়েছে। এর ফলে দলের ঐক্য নষ্ট হচ্ছে। এটা আমরা কোনওভাবেই মেনে নেব না। দলের ভালর জন্য আমরা সবকিছু করার চেষ্টা করছি তারপরও দেশের কমিউনিস্টদের বলব সবরকম খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকুন।’

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই মুসলিম দুনিয়া, OIC-তে মুখ পুড়ল ইসলামাবাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement