Advertisement
Advertisement

Breaking News

এটাই এ বছরের সবচেয়ে আশ্চর্য ঘটনা! আপনি জানেন তো?

এটাই নাকি সত্যিকার 'টয়লেট: এক প্রেম কথা'?

Lipstick mark on toilet bowl ruffles Twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2018 10:53 am
  • Updated:January 13, 2018 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি দেখছেন তিনিই তাজ্জব বনে যাচ্ছেন। সকলেরই একটাই জিজ্ঞাসা, ব্যাপারটা কী? এমনটাও হতে পারে! কিন্তু আছে যে তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। অগত্যা বিশ্বাস না করে উপায় নেই।

ট্রাম্পের সঙ্গে যৌনতা নিয়ে চুপ থাকতে পর্নস্টারকে দেওয়া হয়েছিল টাকা! কত জানেন ? ]

Advertisement

বিস্মিত নেটিজেনরা বলছেন, সন্দেহ নেই, এটাই এখনও পর্যন্ত বছরের সবথেকে আশ্চর্য ঘটনা। এর থেকে অত্যাশ্চর্য আর কিছু হতে পারে না। আপনি কি এখনও ভাবছেন ব্যাপারটা কী? তাহলে একবার ছবিটির দিকে ফিরে তাকান। হ্যাঁ, সাধারণ একটি কমোডই। এবার একটু খেয়াল করে দেখুন, তাতে লিপস্টিকের দাগ দেখতে পাচ্ছেন? সেমন তেমন দাগ নয়। পরিষ্কার দুটি ঠোঁটের ছাপ। যেন কেউ কমোডে চুমু খেয়েছেন। কিন্তু কমোডে চুমু? এরকম কেউ করতে পারেন? করা ছাড়ুন, ভাবতেও পারেন এরকম কাণ্ড ঘটানোর কথা! আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে নেটদুনিয়া। এবং কোনও ব্যাখ্যা না পেয়ে সিদ্ধান্ত এই যে, চলতি বছরের এটাই সবথেকে আশ্চর্য ঘটনা।

ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। যিনি ছবিটি টুইটারের আপলোড করেছেন তিনি শিকাগোর বাসিন্দা। অনুমান করা যেতে পারে, সে দেশেরই কোনও টয়লেটে এই অভূতপূর্ব বিষয়টি খুঁজে পেয়েছেন ওই ব্যক্তি। টুইটারে তা পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে। প্রায় সাড়ে পাঁচ হাজার বার রিটুইট হয়েছে টুইটটি। ১০,০০০ নেটিজেন ফেভরিট মার্ক করেছেন সেটিকে। ভাইরাল হওয়ার বহরে টুইটার মোমেন্টসেও উঠে এসেছে ঘটনাটি।

কী কারণে এমনটা হতে পারে, তা নিয়েই মেতে গিয়েছেন নেটিজেনরা। কমোডে তাও ওরকম জায়গায় কেউ নিজের ঠোঁট ছুঁইয়েছেন এ কথা কোনওভাবেই বিশ্বাস করা যায় না। এদিকে নানা মুনির নানা মত। কেউ কেউ মশকরা বলছেন, কাটাপ্পা কেন বাহুবলীকে মারল, এ প্রশ্নের পর এটাই সবথেকে গুরুতর প্রশ্ন। তবে সবথেকে গ্রহণযোগ্য ব্যাখ্যাটিও এসেছে। সেটা এরকম- কোনও মহিলা সম্ভবত লিপস্টিক ঠোঁটে দেওয়ার পর হাতের কাছে কোনও কাগজ না পেয়ে টয়লেট পেপারটিই ব্যবহার করেন। যাতে লিপস্টিক ঘেঁটে না যায়, সে কারণে টিস্যুর বদলে টয়লেট পেপারেই কাজ চালিয়েছিলেন। অথবা যে টিস্যুটি ব্যবহার করেছিলেন সেটি কমোডে ফেলে দেন। সেখান থেকেই এই দাগ চলে আসে।

এছাড়া অবশ্য আর কোনও সন্তোষজনক ব্যাখ্যা মিলছে না। আপনার কাছে কোনও উত্তর আছে?

এই দেশগুলিতে প্রকাশ্যেই যৌনতায় মেতে ওঠে আমজনতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement