Advertisement
Advertisement

Breaking News

India Canada

ভারত-কানাডা দ্বন্দ্বের রেশ আমজনতার হেঁশেলে! দাম বাড়তে পারে ডালের

কানাডা থেকে বিপুল পরিমাণ ডাল আমদানি করে ভারত।

Lentil import of India from Canada likely to be hampered during diplomatic row | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 27, 2023 3:33 pm
  • Updated:September 27, 2023 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততার রেশ পড়তে পারে আমজনতার হেঁশেলে? সেরকমই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের রিপোর্ট অনুযায়ী, দুই দেশের টানাপোড়েনের জেরে ভারতে ডাল রপ্তানি বন্ধ করতে পারে কানাডা। তার ফলে দেশীয় বাজারে ডালের দাম বাড়বে বলেই অনুমান। প্রসঙ্গত, দেশীয় চাহিদা পূরণ করতে কানাডা (Canada) থেকে বিপুল পরিমাণে ডাল আমদানি করে ভারত।

গত কয়েকদিন ধরেই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। দেশের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সাফ জানান, কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের (India) হাত থাকতে পারে বলেই সেদেশের তদন্তকারীদের অনুমান। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তার পরেই কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এহেন অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। তারপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া রকেট লঞ্চার নিয়ে খেলা, বিস্ফোরণে পাকিস্তানে মৃত চার শিশু-সহ ৮]

এই ঘটনার প্রভাব পড়তে পারে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে, সেরকমই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। তাঁদের অনুমান, এই টানাপোড়েনের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে। কানাডা থেকে ডাল আমদানি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে ডালের দাম বাড়বে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের অস্বস্তি বাড়াতে পারে এই ইস্যু। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন কানাডা থেকে আমদানি বন্ধ করার কথা ভাবছে না কেন্দ্র সরকার। এমনকি কানাডার তরফেও বাণিজ্য বন্ধ করার কথা বিবেচনা করা হয়নি।

২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের চাহিদার অর্ধেকেরও বেশি ডাল কানাডা থেকেই আমদানি করা হয়েছে। তবে চলতি বছর থেকেই কানাডার প্রতি নির্ভরতা কমাতে চাইছেন ভারতের ডাল ব্যবসায়ীরা। তাই অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে ডাল কেনার দিকে ঝুঁকছেন তাঁরা। ফলে কানাডার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা হলেও, সমস্যায় পড়বে না ভারত।

[আরও পড়ুন: ইউক্রেনকে ভাতে মারার চেষ্টা! বন্দরনগরী ওডেসায় রুশ বোমায় মৃত ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement