Advertisement
Advertisement
Sunil Yadav

আমেরিকায় খুন আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

'শত্রু বিশ্বের যে প্রান্তেই থাকুক খুঁজে বের করে হত্যা করব', বার্তা বিষ্ণোই গ্যাংয়ের।

Lawrence Bishnoi gang claims responsibility for killing Sunil Yadav

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:December 24, 2024 2:48 pm
  • Updated:December 24, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটিতে খুন আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্টকটন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন ওই দুষ্কৃতী। অবশেষে এই হত্যাকাণ্ডের দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশাল মিডিয়ায় এই হত্যার দায় নিয়ে বার্তা দিয়েছে এই গ্যাংয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।

সুনীল হত্যাকাণ্ডের দায় নিজের কাঁধে নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন লরেন্স গ্যাংয়ের রোহিত গোধরা। তিনি লেখেন, ‘সুনীল পাঞ্জাব পুলিশের সঙ্গে মিলে আমার ভাই অঙ্কিত ভান্ডুকে হত্যা করিয়েছে। পুলিশের চর হিসেবে কাজ করত সে। অবশেষে আমরা তাকে হত্যা করেছি।’ একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে রোহিত জানায়, ‘আমাদের শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া হবে।’ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সুনীল হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

Advertisement

পাকিস্তান থেকে ভারতে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল এই সুনীল। শুধু তাই নয়, দুবাই ও আমেরিকাতে বিপুল পরিমাণ মাদক পাচার করত পাঞ্জাবের বাসিন্দা এই অভিযুক্ত। বছর দুয়েক আগে দিল্লি থেকে রাহুল নামে ভুয়ো পাসপোর্ট বানিয়ে আমেরিকা চলে যায় সে। সাম্প্রতিক সময়ে এই ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করেছে রাজস্থান পুলিশ। দুবাইয়ে সুনীলের কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দিল্লিতে ৩০০ কোটি টাকার যে মাদক উদ্ধার হয় সেখানেও এর অভিযুক্তের যোগ রয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের পাশাপাশি গ্যাংস্টার পঙ্কজ সোনি হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত এই সুনীল। সেই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছিল রাজস্থান পুলিশ। রাজস্থানে সুনীলের বিরুদ্ধে একাধিক অপরাধ মামলার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement