সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করে আন্তর্জাতিক মঞ্চে বিছিন্নতার মুখে পড়তে পারে পাকিস্তান৷ এমনটাই আশঙ্কা উঠল খোদ সে দেশের অভ্যন্তরেই৷
সম্প্রতি সে দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একটি বিল আনা হয়েছে৷ যেখানে জোর করে সংখ্যালঘুদের ধর্মান্তরিতকরণকে অপরাধ হিসেবেই গণ্য করা হয়েছে৷ কিন্তু এই বিলের বিরোধিতাও এসেছে সে দেশের বিশেষ কিছু ধর্মীয় সংগঠনের তরফে৷ কিন্তু সে দেশেরই এক হিন্দু ল’মেকারের কথায়, এই আইনকে মান্যতা না দিলে বিপর্যয়ের মুখে পড়বে পাকিস্তান৷ বিচ্ছিন্ন হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রেও৷
পুরো ঘটনাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের হিন্দু কাউন্সিলের সদস্য রমেশ কুমার ভেঙ্কওয়ানি৷ তাঁর মতে, যাঁরা এই পদক্ষেপের বিরোধিতা করছেন, তাঁরা খুব অনৈতিক কাজ করছেন৷ কেননা জোর করে অল্পবয়সি হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করানো হচ্ছে সিন্ধ প্রদেশে৷ এবং তার জন্য চলছে যথেচ্ছ জোরজুলুম৷ কিছু বিছিন্নতাবাদীরা ব্যক্তিগত স্বার্থের কারণে এই কাজ করে চলেছে বলে দাবি তাঁর৷ আর তাই তাঁর আর্জি, বিরোধিতা করার আগে ঘটনাস্থলে গিয়ে দেখা উচিত আসলে কী হচ্ছে৷ সংখ্যালঘুদের ধর্মীয় আবেগে কী পরিমাণ আঘাত হানা হচ্ছে, তা খতিয়ে দেখারও আবেদন জানিয়েছেন তিনি৷
পাশাপাশি তাঁর আশঙ্কা, এই বিরোধিতার চাপে পড়ে যদি পদক্ষেপ থেকে সরে আসে পাকিস্তান তবে বিপর্যয় অবশ্যম্ভাবী৷ কারণ এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে বিছিন্নতার মুখে পড়তে পারে পাকিস্তান৷ চলতি ডিসেম্বরেই সংখ্যালঘুদের সুরক্ষায় এই বিলের প্রস্তাব রাখা হয়৷ সরকারের তরফে সবুজ সংকেত মিললেই তা আইনে পরিণত হতে পারে৷ কিন্তু তার আগেই মুসলিম ধর্ম সংগঠনগুলি প্রস্তাবিত আইনের বিরোধিতা করে ফতোয়া জারি করেছে৷ তা যে আখেরে দেশের পক্ষেই বিপজ্জনক হতে পারে, সে ব্যাপারেই সতর্ক করলেন ভেঙ্কওয়ানি৷
#Pakistan may face international isolation if Sindh abrogated #MinoritiesBill which criminalises forced conversions: Hindu lawmaker.
— Press Trust of India (@PTI_News) December 26, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.