সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্যাতনামা আইনজীবী হরিশ সালভে ৬৮ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্রিটিশ পাত্রীর সঙ্গে তাঁর বিয়ের আসরে হাজির ছিলেন এ দেশের একঝাঁক তারকা। কিন্তু অন্যান্য অভ্যাগতদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এক বিতর্কিত চরিত্র। তিনি ললিত মোদি। হেভিওয়েট ওই বিয়ের আসরে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যানকে দেখা গেল উজ্জ্বলা রাউতের সঙ্গে। গত বছর প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের সঙ্গে তাঁর প্রেমের মুচমুচে আখ্যান ঘিরে হইহই কম হয়নি। কিন্তু এখন সুস্মিতা নয়, উজ্জ্বলার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন ললিত, তেমনটাই খবর।
রবিবার লন্ডনে ঘরোয়া বিবাহ বাসরে আয়োজন নেহাত কম ছিল না। উপস্থিত ছিলেন মুকেশ ও নীতা আম্বানি। কিন্তু তাঁদের থেকেও যেন বেশি নজর কাড়ল ললিত-উজ্জ্বলা জুটি। গত বছর সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের কথা একপ্রকার স্বীকারই করে নিয়েছিলেন ললিত মোদি। তারপর নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। প্রথমে শোনা গিয়েছিল গোপনে বিয়ে করে ফেলেছেন সুস্মিতা ও ললিত। পরে অবশ্য ললিত লেখেন, ‘এই বেশ ভাল আছি। বিবাহিত নই, কোনও আংটি নেই…শুধু ভালবাসায় আবদ্ধ।’ যদিও তার মাস দুয়েকের মধ্যেই শোনা যায়, বিচ্ছেদ হয়ে গিয়েছে দু’জনের। যদিও সুস্মিতা বারবারই এড়িয়ে গিয়েছেন ললিতের সঙ্গে সম্পর্কের বিষয়ে। সরাসরি কিছুই বলেননি।
এবার ললিতের সঙ্গে যাঁকে ঘিরে গুঞ্জন, তিনি উজ্জ্বলা। কে এই উজ্জ্বলা? পেশায় তিনি মডেল। ৪৫ বছর বয়সি এই মহিলার জন্ম মহারাষ্ট্রে। ‘বিগ বসে’র অষ্টম পর্বে প্রতিযোগী হিসাবে ছিলেন। বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। রয়েছে একটি সন্তান। এই মহিলার সঙ্গেই নাকি এখন চুটিয়ে প্রেম করছেন ললিত। আর রবিবার মেগা বিয়ের আসরে সকলের নজর কেড়ে নিলেন তাঁরা। দু’জনে পোজ দিয়ে ছবিও তুলেছেন। এদিকে ‘মোদি-ঘনিষ্ঠ’ সালভের বিয়েতে ‘পলাতক’ ললিত মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.