সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ‘পলাতক’ প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি। ললিতের (Lalit Modi) দাবি, রাহুল ভিত্তিহীনভাবে তাঁকে চোর বলে দেগে দিচ্ছেন। আজ অবধি কোনও আদালতে তাঁর এক পয়সার দুর্নীতিরও প্রমাণ মেলেনি।
i see just about every Tom dick and gandhi associates again and again saying i ama fugitive of justice. why ?How?and when was i to date ever convicted of same. unlike #Papu aka @RahulGandhi now an ordinary citizen saying it and it seems one and all oposition leaders have nothing…
— Lalit Kumar Modi (@LalitKModi) March 30, 2023
২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক জনসভায় রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি (Narendra Modi), সব চোরেদের পদবি মোদি কেন হয়? সেই মন্তব্যের জেরে সদ্যই অপরাধমূলক মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের এক আদালত। যার জেরে রাহুলের সাংসদ পদটি পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে। কংগ্রেস নেতাকে বিপাকে পড়তে দেখে হঠাত যেন বিবেক জাগ্রত হয়ে গিয়েছে ললিত মোদির। টুইট করে কংগ্রেস সাংসদকে কার্যত নিম্নরুচির ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন আইপিএল কমিশনার।
তাঁর দাবি, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নামে যা তা বলছেন ‘পাপ্পু’ রাহুল গান্ধী। আজ অবধি কোনও আদালতে তাঁর বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি প্রমাণ হয়নি। গত ১৫ বছরে একটা টাকাও নেননি তিনি। প্রাক্তন আইপিএল কমিশনার বলছেন, রাহুল গান্ধী এবং তাঁর সঙ্গীরা হয় সবটা জানে না নাহয় প্রতিহিংসাপরায়ণ। ললিত সাফ জানিয়ে দিয়েছেন, শীঘ্রই তিনি ব্রিটেনের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করবেন। রাহুল যে অভিযোগ করছেন, তার উপযুক্ত প্রমাণ তাঁকে দেখাতে হবে। ললিত বলছেন, আমি নিশ্চিত রাহুল গান্ধী আবার প্রমাণ করবেন তিনি কত বড় বোকা।
বস্তুত, আইপিএলের প্রাক্তন কমিশনারের মুখে এদিন বিজেপি নেতাদের সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, গান্ধী পরিবারের সদস্যরা মনে করেন, তাঁরাই একমাত্র এই দেশে রাজত্ব করতে পারেন। ললিতের হুঁশিয়ারি, দেশের জনতাকে বোকা বানানো বন্ধ হোক। ভারত সরকারের সঙ্গে সমঝোতা হলেই দ্রুত দেশে ফিরবেন বলেও হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন তিনি। মজার কথা হল, যে ললিত মোদি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। এমনকী, দেশের বিচারব্যবস্থা থেকে বাঁচতে বিভিন্ন দেশে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁকে। এ হেন লোকের মামলা করার হুমকি সম্ভবত রাহুলকে রাজনৈতিক ভাবে সুবিধাই করে দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.