গ্রেপ্তারির মুখে ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল পাক আদালত। তাঁকে গ্রেপ্তার করতে তাঁর লাহোরের বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশকে বাধা দিতে হাজির হন ইমরান সমর্থকরা। ইট, পাথরের বৃষ্টি হতে থাকে পুলিশের উপরে। পুলিশও পালটা ছুঁড়তে থাকে কাঁদানে গ্যাস ও জলকামান। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার উত্তেজনা শেষে পিছু হটে পাক পুলিশ। এরপরই লাহোর হাই কোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করতে অভিযান চালানো যাবে না।
৩.০০: শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার উত্তেজনা শেষে পিছু হটল পাক পুলিশ। লাহোরে ইমরানের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হল পুলিশ বাহিনী। কার্যতই যুদ্ধজয়ের আনন্দে শামিল পিটিআই কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এদিনই বিকেলে পাকিস্তান সুপার লিগের খেলা রয়েছে। আর সেই কারণেই পুলিশ বাহিনীকে সরিয়ে দেওয়া হল। শেষ হল রুদ্ধশ্বাস পরিস্থিতির।
২.০০: বাড়ির বাইরে বেরলেন ইমরান। তাঁর মুখে গ্যাস মুখোশ। পুলিশ লাগাতার শেল ছুঁড়ছে। এই অবস্থাতেই দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইমরানের দল পিটিআই।
شدید شیلنگ کے باوجود عمران خان زمان پارک کارکنوں کے درمیان موجود#زمان_پارک_پُہنچو pic.twitter.com/hNRWTdKUTi
— PTI (@PTIofficial) March 15, 2023
১.০০: ইমরানের আইনজীবীরা ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছলেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ তাঁরা।
چیئرمین عمران خان کے وارنٹ گرفتاری چیلنج کرنے کے سلسلے میں پاکستان تحریک انصاف کے وکلاء اور سینیر قائدین اسلام آباد ہائیکورٹ میں موجود۔
#زمان_پارک_پُہنچو pic.twitter.com/AnW1BfjTY4— PTI (@PTIofficial) March 15, 2023
১২.৩০: তাঁর বাড়ির সামনে জড়ো হওয়া জনতা যে ক্রমেই তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা জানিয়ে দিলেন ইমরান। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বিষয়টা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে দ্রুত। যা এখানে হয়ে চলেছে… ছেলেরা (কর্মীরা) যারা বাইরে রয়েছে, তারা আমার কথা শুনছে না। যেভাবে ওদের দিকে শেল ছোঁড়া হচ্ছে, ওরা আর আমার কথাও শুনছে না। আমার ওদের উপরে আর কোনও নিয়ন্ত্রণ থাকছে না।”
১২.০০: ”আমি লন্ডন পালাব না। যে সব মানুষের কোটি কোটি টাকা রয়েছে, আমি তাদের দলে পড়ি না।” এভাবেই নওয়াজ শরিফরে খোঁচা দিতে দেখা গেল ইমরানকে। এদিন ভিডিও বার্তায় শরিফ কন্যার ”ইমরান খাটের তলায় লুকিয়ে আছেন” মন্তব্যের জবাব দিতেই এমন কথা বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, ”আমি বাঁচব, মরব এখানেই। পাকিস্তান আমার দেশ।”
১১.১০: ইমরান খানের বাড়ির সামনেই আগুন লাগিয়ে দেওয়া হল মোটর সাইকেল ও গাড়িতে। সেই দাউদাউ আগুন জ্বলার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১০.৩০: ইমরানের বাড়ির বাইরে পরিস্থিতি এখনও রণগর্ভ। ইতিউতি পড়ে রয়েছে বুলেটের খোলা, কাঁদানে গ্যাসের শেল।
Residenxe of Chairman PTI @ImranKhanPTI is under attack 🚨 #زمان_پارک_پُہنچو pic.twitter.com/6nO0Q1tjtC
— PTI (@PTIofficial) March 15, 2023
৯.৫৫: ইমরান খানের বাড়ির সামনে লাগাতার শেলিং হচ্ছে বলে অভিযোগ তেহরিক-ই-পাকিস্তানের।
چئیرمین عمران خان کی رہائش گاہ پر شیلنگ کا سلسلہ دوبارہ شروع #زمان_پارک_پُہنچو pic.twitter.com/stskK49va2
— PTI (@PTIofficial) March 15, 2023
৯.৪০: ভিডিও বার্তার পরে এবার টুইটও করলেন ইমরান খান। তাঁর দাবি, ‘গ্রেপ্তারি’ আসলে নিছকই নাটক। মূল উদ্দেশ্য তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা। সেই সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, কাঁদানে গ্যাস, জলকামানের পর এবার গুলি চালাতে শুরু করেছে পুলিশ।
Clearly “arrest” claim was mere drama because real intent is to abduct & assassinate. From tear gas & water cannons, they have now resorted to live firing. I signed a surety bond last evening, but the DIG refused to even entertain it. There is no doubt of their mala fide intent. pic.twitter.com/5LZtZE8Ies
— Imran Khan (@ImranKhanPTI) March 15, 2023
৯.৩০: কার্যতই রণক্ষেত্রের চেহারা নিয়েছে ইমরানের বাড়ির পাশের রাস্তা। জনতা-পুলিশ সংঘর্ষ অব্যাহত। কেটে গিয়েছে ১৪ ঘণ্টা।
৯.১০: গতকাল, মঙ্গলবার রাতেই ইমরান জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হতে প্রস্তুত। কিন্তু এখনও তাঁর বাড়িতে প্রবেশ করতে পারেনি পুলিশ।
৯.০০: ইমরান বারবার ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ‘ওরা এমন করছে যেন বাড়ির ভিতরে বড় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে’, কটাক্ষ ইমরানের। সেই সঙ্গে তাঁর অভিযোগ, তাঁকে গ্রেপ্তার করতে চাওয়া আসলে ‘লন্ডন প্ল্যানে’র অংশ। তাঁকে জেলে ঢুকিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে রুজু হওয়া সব মামলা শেষ করতে রীতিমতো লিখিত চুক্তি হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ইমরান।
৮.৫০: মঙ্গলবার বিকেলেই পুলিশ এখানে পৌঁছলেও এখনও করা যায়নি গ্রেপ্তারি। বিপুল সংখ্যক পিটিআই কর্মী-সমর্থকরা রুখে দাঁড়াচ্ছেন। ছুঁড়ছেন ইঁট-পাথর। পুলিশও পালটা কাঁদানে গ্যাস, জলকামান ছুঁড়ছে।
৮.৪৫: ইমরান খানকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবনের কাছেই রয়েছে পুলিশ বাহিনী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে দু’টি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.