Advertisement
Advertisement

Breaking News

Ukraine

ইউক্রেনকে কাবু করতে প্রকৃতিই ভরসা রাশিয়ার! কী ছক কষছেন পুতিন?

পালটা হামলার ছক কষছে ইউক্রেন!

Kyiv expects Russia will strikes on Ukraine's power grid in winter। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 13, 2023 3:20 pm
  • Updated:November 13, 2023 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। জেলেনস্কি জানিয়েছেন, দেশের পশ্চিম সীমান্তে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কারণ, আগামী শীতে রুশ বাহিনী ফের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। কিয়েভের বিরুদ্ধে এবার প্রকৃতিকেই নাকি হাতিয়ার করছে রাশিয়া!

কী ছক কষছেন পুতিন? জানা যাচ্ছে, ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করতে চলেছে রুশ ফৌজ। শীতে ইউক্রনের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ধাক্কা খেলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়াবে। প্রবল শীতে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ছাড়াই থাকতে হবে ইউক্রেনবাসীকে।         

Advertisement

তবে রাশিয়ার হামলার জবাব দিতে প্রস্তুত ইউক্রেনও (Ukraine)। রুশ প্রশাসনের তেল ও গ্যাস পরিকাঠামোর উপরে পালটা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী জার্মান গালুশেঙ্কোর মতে, ‘যদি ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের উপরে ক্রমাগত হামলা হয় তাহলে রুশ বিদ্যুৎ গ্রিডের উপরে পালটা হামলা চালানোর অধিকার আছে ইউক্রেনের।’       

[আরও পড়ুন: ইজরায়েলের হামলায় বন্ধ গাজার বৃহত্তম হাসপাতাল, বাড়ছে প্রাণহানি, মৃত বহু শিশু]

উল্লেখ্য, গত মাস দেড়েক ধরে কিয়েভে রুশ হামলা কিছুটা কম ছিল। কিন্তু গত কয়েকদিনে ফের বেড়েছে হামলার দাপট। মাঝেমধ্যেই আছড়ে পড়ছে রুশ মিসাইল। পাশাপাশি, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলাও করা হচ্ছে। কিছুদিন ঘাপটি মেরে থাকার পর কেন নতুন করে ইউক্রেনের রাজধানী ও সংলগ্ন এলাকায় এভাবে হামলা বাড়ানো শুরু হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউক্রেনের সমর বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতে জেলেনস্কি বাহিনীকে পর্যুদস্ত করতে নতুন করে বড়সড় হামলা চালাবে রাশিয়া।     

[আরও পড়ুন: মায়ানমারে সেনা বিমানকে গুলি করে নামাল বিদ্রোহীরা! ক্রমেই কোণঠাসা জুন্টা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement