Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

রাজ্যের টাকায় সাংবাদিকদের স্পেন সফর! কুৎসার অভিযোগে জেরার মুখে এক

'কুৎসা করার আগে দশবার ভাবুন', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বললেন কুণাল।

Kunal Ghosh to take legal action against man who questioned expense of journalist in Spain
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 17, 2023 10:56 pm
  • Updated:September 17, 2023 10:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের স্পেন সফর নিয়ে কুৎসার অভিযোগে পুলিশি জেরার মুখে একজন। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ ফেসবুক পোস্টে লিখলেন, “আইনি ব্যবস্থা চলবে। কুৎসা করার আগে দশবার ভাবুন।”

বঙ্গে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)এই মুহূর্তে রয়েছেন স্পেন সফরে। তাঁর সঙ্গী বাংলা সংবাদমাধ্যমের একদল সাংবাদিক (Journalists)। আর এবার বিরোধীদের নিশানায় তাঁরাই। বিরোধী মহল থেকে তাঁদের উদ্দেশে কুৎসা রটনা চলছে। বলা হচ্ছে, সাংবাদিকরা নাকি সরকারের অর্থে স্পেন (Spain) ও দুবাই সফরে গিয়েছেন। এই কথা জনমানসে ভ্রান্ত ধারণা তৈরি করছে বলে মনে করে সংশ্লিষ্ট মহল। মাদ্রিদে বসে বিষয়টি কানে পৌঁছনোর পরই সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনিও অত্যন্ত ক্ষুব্ধ। তাঁর সঙ্গে পরামর্শ করে ঠিক হয়েছে, যাঁরা এসব নিয়ে কুৎসা রটাচ্ছে, তথ্য-সংস্কৃতি দপ্তর তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে। রেয়াত করা হবে না একজনকেও।

Advertisement

[আরও পড়ুন: শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিল UNESCO, উচ্ছ্বসিত মমতা-অভিষেক]

সেই মতোই পদক্ষেপ। রবিবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ জানালেন, সাংবাদিকরা সরকারি টাকায় স্পেন গিয়েছেন, এহেন মিথ্যে যারা সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে তাঁদের মধ্যে একজনকে জেরা করল পুলিশ। তিনি লেখেন, “বাতেলাবাজ মিথ্যেবাদী কোনও প্রমাণ দিতে পারেনি। আইনি ব্যবস্থা চলবে। স্ক্রিনশট নেওয়া থাকছে। কুৎসা করার আগে দশবার ভেবে করুন। এসব নিয়ে কমেন্ট, পোস্ট, শেয়ার নিজের দায়িত্বে করবেন। পরে গেল গেল রব তুলবেন না।”

[আরও পড়ুন: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধর, তুমুল উত্তেজনা বালুরঘাটে, দায়ের FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement