Advertisement
Advertisement
কুলভূষণ

পাক নজরদারিতে কনস্যুলার অ্যাকসেস, কুলভূষণ মামলায় নয়া চাল ইসলামাবাদের

পাকিস্তানের সিদ্ধান্ত ভিয়েনা চুক্তির বিরোধী, সরব ভারত।

Kulbhushan Jadhav: Pakistan grants 'conditional' consular access
Published by: Sucheta Sengupta
  • Posted:August 1, 2019 5:48 pm
  • Updated:August 1, 2019 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ মামলায় আরও একধাপ এগিয়ে গেল ভারত৷ অবশেষে পাকিস্তানের সংশোধনাগারে ভারতীয় বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন কূটনীতিকরা৷ আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ মেনে এদিনই এই অধিকারদানের কথা জানিয়েছে ইসলামাবাদ৷ শুক্রবারই তাঁর সঙ্গে সাক্ষাত করতে পারেন ভারতীয় কূটনীতিকরা৷ তবে সেই সাক্ষাৎ নিয়ে সংশয় থাকছেই৷ কারণ, পাকিস্তানের এক প্রতিনিধির নজরদারিতে সেই সাক্ষাৎপর্ব হবে৷ যদিও জেনেভা চুক্তি অনুযায়ী, এক্ষেত্রে ভিনদেশের কারও উপস্থিত থাকার কথা নয়৷ সেক্ষেত্রে কথোপকথন বা তথ্য জোগাড়ের কাজ ব্যাহত হবে৷ যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ভারত৷

এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন, ‘ইসলামাবাদের এই প্রস্তাব আমরা খতিয়ে দেখছি৷ কূটনৈতিক নিয়মকানুন মেনেই আমরা গোটা যোগাযোগ ব্যবস্থা রক্ষা করব৷’

Advertisement

[আরও পড়ুন : বিনোদন পার্কে সুনামি! দেখুন হাড়হিম করা ভিডিও]

ভারতীয় ব্যবসায়ী তথা প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদব মামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক স্তরের লড়াই জমে উঠছিল বছর কয়েক ধরে৷ নিজেদের মধ্যে এই মামলার সমাধান করতে না পেরে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত৷ তখন বিদেশমন্ত্রক সামলাতেন সুষমা স্বরাজ৷ ভারতের হয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে সওয়াল করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে৷ তাঁরই সুনিপুণ যুক্তিজালে আইনি লড়াইয়ে পিছু হঠতে থাকে পাকিস্তান৷ শেষমেশ ১৭ জুলাই আন্তর্জাতিক আদালত ভারতের পক্ষেই রায় দেয়৷ জানানো হয়, কুলভূষণের সঙ্গে সংশোধনাগারে দেখা করার অনুমতি পাবেন ভারতীয় কূটনীতিকরা৷

ইরানের চাবাহারে ব্যবসার স্বার্থে গিয়ে সেখানে পাকিস্তান সেনার হাতে ধরা পড়েন ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ যাদব৷ তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সোজা পাকিস্তানের জেলে পুরে দেওয়া হয়৷ এমনকী পাকিস্তানের সামরিক আদালত তাঁর মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেয়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত৷ পাক সামরিক আদালতের নির্দেশই খারিজ হয়ে যায় আইসিজেতে৷ কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেসের অধিকার না দিয়ে ভিয়েনা চুক্তি খারিজ করেছে বলে আদালত পাকিস্তানকে ভর্ৎসনা করে৷ কুলভূষণকে কূটনৈতিক সুবিধা দিতে হবে বলে নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত৷

[আরও পড়ুন : মৃত ওসামাপুত্র হামজা বিন লাদেন, দাবি আমেরিকার]

সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার ইসলামাবাদ জানিয়ে দিল, শুক্রবারই তাঁর সঙ্গে দেখা করতে পারবেন কূটনীতিকরা৷ এই খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ‘সত্য এবং ন্যায়ের জয় হয়েছে৷ আমি নিশ্চিত, কুলভূষণ যাদবের জয় হবেই৷’ তবে কনস্যুলার অ্যাকসেস পেলেও, কুলভূষণের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকছেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement