Advertisement
Advertisement
Kulbhushan

আন্তর্জাতিক আদলতের চাপ! মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদনের অধিকার পেলেন কুলভূষণ

কুলভূষণ মামলায় পাকিস্তানের সংসদে পাশ হল নয়া বিল।

Kulbhushan Jadhav granted right to appeal Bill passes in Pakistani parliament | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 17, 2021 6:17 pm
  • Updated:November 17, 2021 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ যাদবের মামলায় ফের পিছু হটল পাকিস্তান। আবারও আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সিদ্ধান্তকে মান্যতা দিল পাক (Pakistan) সংসদ। পাকিস্তানের সংসদে পাশ হল নয়া বিল, যার ফলে কুলভূষণ যাদবও (Kulbhushan Jadhav) তাঁর বিরুদ্ধে চলা মামলা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২০ সালে এই আইন সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছিল পাক সরকার। যদিও সে দেশের বিরোধী দলগুলি প্রবল বিরোধিতা করে। তবে শেষ পর্যন্ত সেই দাবি ধোপে টেকেনি। চলতি বছরে ১০ জুনে কুলভূষণ যাদবের মামলাটিকে সামনে রেখে পাকিস্তানের সংসদে পর্যালোচনা ও পুনর্বিবেচনা আইন বিলটি আনা হয়। বুধবার সেই বিলটিই কার্যকর হল। মান্যতা দেওয়া হল আন্তর্জাতিক আদালতের নির্দেশকে।

Advertisement

[আরও পড়ুন: ভারতের সঙ্গে ‘সীমান্ত যুদ্ধ’ শুরু করে দিয়েছে চিন, বিস্ফোরক দাবি মার্কিন সেনেটরের]

প্রসঙ্গত, কুলভূষণ যাদব বছর পঞ্চাশের প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার। ২০১৭ সালে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তানের সেনা আদালত। এরপর থেকেই ভারতের আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলাটি চলছে। মামলায় কুলভূষণের মৃত্যুদণ্ড রদের আবেদন জানায় ভারত।

বরাবর ভারতের দাবি, কুলভূষণ যাদব একজন সাধারণ ব্যবসায়ী। তিনি প্রাক্তন নৌসেনা কমান্ডার (Navy Commander)। অন্যদিকে পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসে মদত যোগে কুলভূষণকে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত সরকারে গুপ্তচর সংস্থা। তবে আন্তর্জাতিক আদালতের চাপে কুলভূষণের ফাঁসির সাজা কার্যকর করতে পারেনি পাকিস্তান। এমনকী এই আদালতের চাপেই কুলভূষণ তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেন।

[আরও পড়ুন: সম্পর্কে কাঁটা তাইওয়ান, বাইডেনকে হুঁশিয়ারি জিনপিংয়ের]

২০১৯ সালে আন্তর্জাতিক আদালত নির্দেশ দেয়, কুলভূষণ যাদব মামলায় পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানি আদালতকে। এইসঙ্গে অভিযুক্তকে আইনি সুবিধা দান করতে হবে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের সেই নির্দেশ কার্যকর করার দিকেই এগোল পাকিস্তানের ইমরান সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement