Advertisement
Advertisement

সম্পর্ক মজবুত করতে প্রথম লিয়াজোঁ কার্যালয় খুলল দুই কোরিয়া

সম্পর্ক রাখা হবে আমেরিকার সঙ্গেও৷

Koreas open 1st liaison office
Published by: Tanujit Das
  • Posted:September 14, 2018 6:04 pm
  • Updated:September 14, 2018 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও কাছাকাছি এল উত্তর ও দক্ষিণ কোরিয়া৷ প্রশাসনিক কাজে অগ্রগতি আনতে ও যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে একটি লিয়াজোঁ কার্যালয় খুলল দুই দেশ৷ শুক্রবারই হল এই কেন্দ্রের উদ্বোধন৷ এমনই তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া৷ পাশাপাশি, এর সাহায্যে আমেরিকার ও উত্তর কোরিয়ার সম্পর্কও মজবুত হবে বলেও সূত্রের খবর৷

[মার্কিন মুলুকে আছড়ে পড়ল হ্যারিকেন ফ্লোরেন্স, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা]

Advertisement

জানা গিয়েছে, গত মাসেই এই কার্যালয়টি খোলার দিনক্ষণ চূড়ান্ত হয়। কিন্তু কিম-ট্রাম্পের মধ্যে চূড়ান্ত কূটনৈতিক অচলাবস্থা চলায় তা পিছিয়ে যায়। চলতি মাসে কিমের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের বৈঠকের পর পরিস্থিতির উন্নতি ঘটে। এছাড়া, দ্বিতীয়বারের জন্য বৈঠক করতে ট্রাম্পের কাছেও পত্র লিখেছেন কিম৷ যা সাদরে গ্রহণও করেছেন ট্রাম্প। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী চো মিউং জিয়োন এবং উত্তর কোরীয় মন্ত্রী রি সন গোউন৷ এই যৌথ কার্যালয়ে কাজ করবেন দু’দেশের ২০ জন করে আধিকারিক৷

সব জল্পনার অবসান ঘটিয়ে এবং ৬৫ বছরের বিবাদ মিটিয়ে চলতি বছরেই বৈঠক করেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন৷ নিষ্পত্তি ঘটে বহু অমীমাংসিত বিষয়ে৷ করমর্দন করেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন৷ দুই দেশের সীমান্তে ডিমিলিটারাইজড জোনে অবস্থিত পানমুনজোমের পিস হাউসেই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা। এরপরই, গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়৷ যেখানে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর হয়। যদিও কয়েকদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব একটা বেশি কাজ করছে না উত্তর কোরিয়া৷ এই অভিযোগে সম্প্রতি বাতিল করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র পিয়ংইয়ং সফরও৷

[হিন্দু ও বৌদ্ধদের যৌথ বিরোধিতা, মন্দিরে পশুবলি বন্ধ করছে এই প্রতিবেশী দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement