Advertisement
Advertisement

Breaking News

Kolkata

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং, দেশের মধ্যে মুম্বই! কলকাতা কত নম্বরে?

তালিকায় সবচেয়ে নিচে ইসলামাবাদ।

Kolkata is the cheapest city in India, according to a survey
Published by: Biswadip Dey
  • Posted:July 4, 2024 7:09 pm
  • Updated:July 4, 2024 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সবচেয়ে দামি শহরের তকমা পেল মুম্বই (Mumbai)। বিশ্বের ক্ষেত্রে সেই তকমা জুটেছে হংকংয়ের। অন্যদিকে সবচেয়ে সস্তা শহর পাকিস্তানের ইসলামাবাদ। অর্থাৎ একজন ব্যক্তিকে জীবনযাপনের জন্য সবচেয়ে কম খরচ করতে হয় প্রতিবেশী দেশের ওই শহরে। কলকাতার (Kolkata) স্থান অনেকটাই পিছনে। কল্লোলিনী তিলোত্তমার স্থান ২০৭ নম্বরে। ভারতের সবচেয়ে সস্তা শহর এই জনপদই।

কীভাবে তৈরি হয়েছে এই তালিকা? ‘মার্সর’ নামের এক সমীক্ষাকারী সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। ‘কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ শীর্ষক সেই রিপোর্টে বিশ্বের ব্যয়বহুল শহরের ক্রম হিসেবে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গড় আয় এবং বসবাসের খরচ, পরিবহণের ব্যয়, খাদ্য ও পোশাকের ব্য়য়ের মতো ২০০টি বিষয় খতিয়ে দেখে তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে দাবি। তালিকাটি প্রস্তুতের ক্ষেত্রে ‘বেস সিটি’ হিসেবে রাখা হয়েছে নিউ ইয়র্ককে। মূল্যস্ফীতি, বিনিময় হারের তারতম্য, অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি -রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান সংঘাতের মতো একাধিক ফ্যাক্টর মাথায় রাখা হয়েছিল। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে সবচেয়ে কম ব্যয়ে জীবন নির্বাহ করা সম্ভব পাকিস্তানের ইসলামাবাদে। তালিকার প্রথম তিন নাম হংকং (Hong Kong), সিঙ্গাপুর, জুরিখ। এদিকে সবচেয়ে শেষে ইসলামাবাদের আগেই রয়েছে লাগোস ও আবুজা। ওই দুই দেশই নাইজেরিয়ায় অবস্থিত।

Advertisement

[আরও পড়ুন: ১০ জনপথে মুকেশ আম্বানি, হঠাৎ কেন সোনিয়ার বাড়িতে রিলায়েন্স কর্তা?

ভারতের ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহরল মুম্বই হলেও বিশ্বের নিরিখে তার স্থান ১৩৬। গত বারের তালিকার থেকে এবার তাদের স্থান ১১ ধাপ উপরে। দিল্লির অবস্থান ১৬৫ নম্বরে। গতবারের থেকে চার ধাপ উপরে। চেন্নাই ও বেঙ্গালুরুর স্থান যথাক্রমে ১৮৯ ও ১৯৫ নম্বরে। হায়দরাবাদ ২০২। পুণে ২০৫ এবং কলকাতা ২০৭।

Advertisement

[আরও পড়ুন: ১২ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণ! গর্ভবতী হায়দরাবাদের কিশোরী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ