Advertisement
Advertisement

কোন দেশের নাগরিকদের পাসপোর্টের ক্ষমতা বেশি?

ক্ষমতার বিচারে বিশ্বে প্রথম একটি এশীয় দেশ৷

Know the power of Indian passport compared to others
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 7:57 pm
  • Updated:June 3, 2018 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আর্থিক সমৃদ্ধির হার, প্রতিরক্ষা শক্তির ইত্যাদির উপরে এতকাল নির্ভর করত আন্তর্জাতিক বিশ্বে কোনও দেশের ক্ষমতা৷ তবে পাসপোর্টের শক্তিও যে দেশের ক্ষমতার প্রতীক হতে পারে তা অজানাই ছিল৷ সম্প্রতি হেনলে অ্যান্ড পার্টনার নামের একটি সংস্থা প্রকাশ করেছে বার্ষিক পাসপোর্ট ইনডেস্ক৷ তাতেই তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতার পরিমাণ৷

[১২ জুনই কিমের সঙ্গে মোলাকাত, সম্ভাবনা উসকে দিলেন ট্রাম্প]

Advertisement

কেমন ভাবে গণনা করা হয় বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি? সংস্থাটি জানাচ্ছে, কোনও দেশের নাগরিক যত সংখ্যক দেশে বিনা ভিসায় সফর করতে পারেন, তার উপরে নির্ভর করে সেই দেশের পাসপোর্টের শক্তি৷ এইভাবে বিচার করে রিপোর্টে, ভারতকে রাখা হয়েছে ৭৬তম স্থানে৷ সংস্থাটি জানাচ্ছে ৫৯টি দেশে ভারতের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন৷ রিপোর্টে সবচেয়ে উপরে রাখা হয়েছে জাপানকে৷ কারণ জাপানের নাগরিকরা ১৮৯টি দেশে বিনা ভিসায় সফর করতে পারেন৷ তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সিঙ্গাপুর ও জার্মানিকে৷ দু’দেশের নাগরিকরা ১৮৮ দেশের বিনা ভিসায় সফরে যান৷

[OMG! অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সামনেই নাচে মত্ত চিকিৎসক!]

রিপোর্টে তৃতীয় স্থানে একত্রে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া৷ ১৮৭টি দেশে বিনা ভিসায় যেতে পারেন এই দেশগুলির নাগরিকরা৷ চতুর্থ স্থানে আবার একত্রে রয়েছে নরওয়ে, ব্রিটেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও আমেরিকা৷ ১৮৬টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারেন এই দেশগুলির নাগরিকরা৷ বিশ্বের ২২৭টি স্থানের উপরে সমীক্ষা চালিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি যে তথ্য পেয়েছে তা বিশ্লেষণ করেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের এই শক্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement