Advertisement
Advertisement

বন্দুক দেখিয়ে হোটেলের ঘরে দুষ্কৃতীদের হেনস্তা কিমকে!

এবার ঘটনার আকস্মিকতায় খানিক ভয়ই পেয়েছেন কিম৷

Kim Kardashian robbed at gunpoint in hotel room
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 12:54 pm
  • Updated:October 3, 2016 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে হোটেলের রুমে ঢুকে দুই দুষ্কৃতী হেনস্তা করল কিম কার্দাশিয়ানকে৷ শারীরিক কোনও ক্ষতি না হলেও এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন কিম৷

কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে কিম তাঁর ভক্তদের নিয়মিত চমক দিয়ে থাকেন, তাঁকেই কী ভাবে বন্দুক দেখিয়ে চমকে দিল মুখোশধারী দুই দুষ্কৃতী?

Advertisement

সূত্রের খবর, প্যারিসে রবিবার সন্ধেবেলা ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন কিম৷ তারপর রাতে তিনি হোটেলে ফিরে আসেন এবং তখনই আচমকা দুষ্কৃতীরা তাঁর হোটেলের রুমে ঢুকে বন্দুক তাক করে তাঁর দিকে৷ এর আগেও নানা হেনস্তার শিকার হয়েছেন কিম৷ তাঁদের যোগ্য জবাবও দিয়েছেন নিজেই৷ কিন্তু এবার ঘটনার আকস্মিকতায় খানিক ভয়ই পেয়েছেন কিম কার্দাশিয়ান৷

কেনিয়ে ওয়েস্ট, কিমের স্বামী ঘটনার দিন নিউ ইয়র্কে একটি মিউজিক কনসার্টে ব্যস্ত ছিলেন৷ কিন্তু খবর পৌঁছে যাওয়ায় তড়িঘড়ি কনসার্ট বন্ধ করে তিনি রওনা দিয়েছেন প্যারিসের উদ্দেশে৷

যদিও, হোটেল কর্তৃপক্ষ আপাতত কিমের নিরাপত্তা নিশ্চিত করেছে৷ এবং ব্যাপারটাকে ডাকাতির ঘটনা বলেই দাবি করছে তারা৷ কিন্তু কোন ধনসম্পত্তির লোভে হোটেলের রুমে ঢুকে গিয়েছিলেন দুষ্কৃতীরা, তা অবশ্য জানা যায়নি৷ এবং ঘরে সেই সময় কিম একা ছিলেন, না কি তাঁর দুই সন্তানও উপস্থিত ছিল, তাও স্পষ্ট নয়৷

পুলিশ অবশ্য এই বিষয়ে মুখ খোলেনি৷ তারা জানিয়েছে, তদন্তের স্বার্থে তাদের এই মুহূর্তে কিছু জানানো নিষেধ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement