Advertisement
Advertisement

Breaking News

Kim Jong Un

‘খেসারত দিতে হবে’, করোনা পরিসংখ্যান নিয়ে দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা কিমের বোনের

উত্তর কোরিয়ার করোনাশূন্য হওয়ার দাবি খারিজ করে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী।

Kim Jong Un’s sister slams Seoul over questioning zero-virus claim | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 9, 2020 12:37 pm
  • Updated:December 9, 2020 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর (Corona pandemic) প্রকোপে যখন গোটা বিশ্বেই সংক্রমণের আতঙ্ক পুরোমাত্রায়, তখনও নাকি উত্তর কোরিয়ায় (North Korea) কোনও সংক্রমণই নেই! কিম জং উন (Kim Jong Un) প্রশাসনের এমন দাবিতে সংশয় প্রকাশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার (South Korea) বিদেশমন্ত্রী। এবার তাঁকে হুঁশিয়ারি দিলেন কিমের বোন কিম ইয়ো জং (Kim Yo Jong)। সরাসরি হুমকির সুরে বললেন, ‘এর মূল্য চোকাতে হবে।’

ঠিক কী বলেছিলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী ক্যাং কুং হোয়া গত শনিবার বাহরিনে করোনা নিয়ে উত্তর কোরিয়ার দাবি ঘিরে সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ‘‘অতিমারীর সময়ে উত্তর কোরিয়া আরও বেশি উত্তর কোরিয়া হয়ে উঠেছে। অর্থাৎ আরও বেশি গোপনীয়তা অবলম্বন করছে। COVID-19 নিয়ে ওদের দাবি, সেখানে কোনও সংক্রমণ নেই। এটা বিশ্বাস করা শক্ত। ওখানে করোনা নিয়ন্ত্রণের সব রকম প্রচেষ্টাই চোখে পড়ছে। অথচ ওরা জানাচ্ছে সংক্রমণ নাকি নেই।’’ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে করোনার সঙ্গে লড়ার প্রস্তাবও নাকচ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহে শুরু পথচলা, WHO’র সহকারী সংস্থার সিইও হলেন ভারতীয় বংশোদ্ভূত ]

ক্যাং কুং হোয়ার ইঙ্গিত উত্তর কোরিয়ায় চ‌লতে থাকা এমার্জেন্সিকে নিয়ে। আন্তর্জাতিক সীমান্ত একেবারে রুদ্ধ করে রাখা হয়েছে সেদেশে। শোনা যাচ্ছে, কারও মধ্যে সামান্যতম লক্ষণ দেখলেও নাকি পুরোপুরি আইসোলেশনে রাখা হচ্ছে তাকে। অথচ বাইরের বিশ্বের কাছে সেকথা গোপনই রাখতে চাইছেন কিম।

দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর মন্তব্যে বেজায় চটেছেন কিমের বোন। প্রভাবশালী কিম ইয়ো জং বুধবার রীতিমতো আক্রমণাত্মক মেজাজে এমন দাবিকে নস্যাৎ করে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘ওঁর আসল উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমরা ওঁর কথাগুলো ভুলব না। ওঁকে এর মূল্য চোকাতে হবে।’’ এমনিতেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত শীতল। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর এমন মন্তব্যে সেই শৈত্য আরও বাড়বে বলেই জানাচ্ছেন কিম ইয়ো জং।

[আরও পড়ুন: সংখ্যালঘুদের ধর্মাচরণের অধিকার রক্ষায় আসরে আমেরিকা, বিপাকে চিন-পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement