সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে মৃত্যু হল উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামের। খুনের তদন্তকারীদের অনুমান, বিষপ্রয়োগ করে খুন করা হয়েছে তাঁকে৷ সোমবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালয়েশিয়ায়৷ একটি সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, কিম জং নামের শরীরে বিষ পাওয়া গিয়েছে৷ তবে মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
জানা গিয়েছে, ভাই কিম জং উনের পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকাশ্যেই সমালোচনা করতেন তিনি। মার্কিন সরকারি সূত্রে খবর, সোমবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় কিম জং নামের। পুলিশের ধারণা, বিমানবন্দরেই দুই মহিলা তাঁর উপর বিষপ্রয়োগ করে। আর তাতেই মৃত্যু হয় তাঁর। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থেকেই ধারণা করা হচ্ছে, বিষপ্রয়োগ করেন মহিলাই৷ দুই সন্দেহভাজনও উত্তর কোরীয় নাগরিক বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারীরা এও জানান, অনেক আগেই সৎ ভাইকে খুন করার গোপন নির্দেশ দিয়েছিলেন কিম জং উন৷ ২০১২ সালে কিম জং নামকে হত্যা করার চেষ্টা ব্যর্থ হয়েছিল৷
কিম জং নাম এবং কিম জং উন দুজনই প্রাক্তন উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। তবে তাঁদের মায়ের পরিচয় আলাদা। দেশের বাইরেই বেশিরভাগ সময় কাটাতেন তিনি। জানা গিয়েছে, দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে ম্যাকাওয়ে বর্তমানে থাকতেন কিম জং নাম৷ ২০০১ সালে ভুয়ো পাসপোর্ট নিয়ে জাপান ভ্রমণের সময় ধরা পড়েছিলেন কিম নাম। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হোয়াং কুয়ো আন বলেন, তদন্তে যদি প্রমাণ হয়ে যায় এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাষ্ট্রনেতা কিম জং রয়েছেন, তাহলে ফের একবার তাঁর নৃশংস এবং অমানবিক চেহারাটা দুনিয়ার সামনে ফুটে উঠবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.