সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন সফরে আসছেন৷ দু’ দিন আগেই হোয়াইট হাউস জানিয়েছিল, যুদ্ধং দেহি উত্তর কোরিয়াকে সংযত করতে একতরফাভাবে কঠোর ব্যবস্থা নিতে চলেছে আমেরিকা৷ তারই পাল্টা জবাব দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷ ট্রাম্পের চিন সফরের আগে ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেন তিনি৷
কিম ও কমিউনিস্ট কোরিয়াকে দমন করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ তার আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তাঁদের কড়া বার্তা দিলেন কিম৷ গত এক বছর ধরে সব দেশের চোখরাঙানিকে উড়িয়ে দিয়ে একতরফাভাবে পর পর পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন স্বৈরাচারী কিম৷ মহাশক্তিধর প্রতিবেশী চিনও সংযত করতে পারেনি তাঁকে৷ তাই ট্রাম্প উত্তর কোরিয়াকে দমন করার হুঙ্কার ছাড়তেই ফের ট্রাম্পকে চ্যালেঞ্জ করে ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম৷ বুঝিয়ে দিলেন, আমেরিকাকে থোড়াই কেয়ার করেন তিনি৷ দেশের পূর্ব উপকূলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান তিনি৷ ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আঘাত হানে৷ এটি কে-১৫ মডেলের মাঝারি পাল্লার মিসাইল৷ জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে৷ এই ক্ষেপণাস্ত্রটি ১৮৯ কিলোমিটার পর্যন্ত যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনের কড়া প্রতিক্রিয়া, উত্তর কোরিয়াকে সবক শেখানোর সময় এসেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.