Advertisement
Advertisement
Pakistan

বালোচিস্তানে চলছে ভয়াবহ লড়াই, হু হু করে বাড়ছে নিহত পাক সেনার সংখ্যা

বালোচ বিদ্রোহীদের মারে কার্যত কোণঠাসা পাক ফৌজ।

Killed hundreds of soldiers at military camps in Pakistan, claims Baloch Liberation Army | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 5, 2022 2:32 pm
  • Updated:February 5, 2022 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহের আগুনে জ্বলছে বালোচিস্তান (Balochistan)। বিদ্রোহীদের সঙ্গে এখনও চলছে পাক সেনাবাহিনীর ভয়াবহ লড়াই। বালোচ বিদ্রোহীদের মারে কার্যত কোণঠাসা পাক ফৌজ বলে খবর। বিদ্রোহীদের দাবি অন্তত ১৭০ জন পাক সেনাকে খতম করেছে তারা।

[আরও পড়ুন: ইউক্রেনে পৌঁছল দেড় হাজার কোটির মার্কিন সমরাস্ত্র, রাশিয়াকে জবাব দিতে প্রস্তুতি শুরু]

গত বুধবার থেকেই বালোচিস্তানে ভয়াবহ লড়াই চলছে। স্বাধীনতার দাবিতে পাকিস্তানি ফৌজের বিরুদ্ধে তুমুল লড়াই শুরু করেছে বালোচ বিদ্রোহীরা। সেদিন বালোচিস্তানের পাঞ্জগুর জেলায় পাকিস্তানি ফৌজের দু’টি সেনাচৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। নিজেদের টুইটার হ্যান্ডেলে হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী সংগঠন ‘বালোচিস্তান ন্যাশনাল আর্মি’। সূত্রের খবর, গত মাসেই ‘বালোচিস্তান রিপাবলিকান আর্মি’ ও ‘ইউনাইটেড বালোচ আর্মি’ এক ছাতার তলায় আসায় নতুন সংগঠনতি তৈরি হয়েছে। এবার এক বিবৃতিতে অন্তত ১৭০ জন পাকিস্তানি ফৌজকে খতম করার দাবি করেছে ‘ বালোচ লিবারেশন আর্মি’। তবে সরকারি সূত্রে ওই খবরের সত্যতা নেই বলে দাবি করা হয়েছে।

Advertisement

পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বালোচরা। পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে ইমরান খানের প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র। গত সপ্তাহে, বালোচ বিদ্রোহীদের হামলায় মৃত্যু হয় অন্তত দশজন পাক সেনার।

উল্লেখ্য, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷ অভিযোগ, পেশিশক্তির জোরে তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিচ্ছে চিন৷ এই অভিযোগে দীর্ঘদিন ধরেই পাক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন বালোচ নাগরিকরা এবং তাঁদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা৷

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন হামলা, গ্রেপ্তারি এড়াতে পরিবার-সহ নিজেকে উড়িয়ে দিল ISIS প্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement