সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাউডি মোদি’ জনসভা ঘিরে অশান্তি পাকানোর চেষ্টা করছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবার বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনগুলিকে কাজে লাগাচ্ছে ইসলামাবাদ।
[আরও পড়ুন: আইএসের হয়ে নিউইয়র্কে গণহত্যার ছক, ধৃত পাকিস্তানি যুবক]
জানা গিয়েছে, নিউইয়র্ক শহরে প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে খলিস্তানি ও পাকিস্তান সমর্থকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জম্মু-কাশ্মীর ও ভারতীয় শিখদের ‘দুরবস্থা’র অভিযোগ এনে ভুয়ো প্রচার শুরু করেছে পাক মদতপুষ্ট সংগঠনগুলি। শুধু তাই নয় হিউসটন শহরে যেখানে আগামী রবিবার ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে লক্ষ-লক্ষ ভারতীয় বংশোদ্ভূতরা মোদিকে স্বাগত জানতে তৈরি, সেখানেও গোলমাল পাকানোর ছক কষছে পাক এজেন্টরা। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে এখনও পর্যন্ত আবেদন করেছে তিনটি সংগঠন। ওই সমাবেশে প্রায় ৭ হাজার মানুষ অংশ নিতে পারে। সূত্রের খবর, এই সগঠনগুলিকে মদত জোগায় পাকিস্তান। পুলিশ আরও জানিয়েছে, বিক্ষোভ হলেও পরিস্থিতি সামাল দিতে বাহিনী তৈরি রাখা হয়েছে।
এদিকে বিচ্ছিন্নতাবাদী ও পাক সমর্থকদের তুলোধোনা করেছেন কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি মোহন সোপরু। তিনি সাফ জানান, কাশ্মীর নিয়ে আমেরিকায় গুজব ছড়াচ্ছে জেহাদি দলগুলি। তারা কাশ্মীরিদের প্রতিনিধি নয়। উপত্যকায় হিন্দুদের গণহত্যায় লিপ্ত রয়েছে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি। একই সুর শোনা যায় মার্কিন শিখদের এক নেতা জগদীপ সিংয়ের গলায়। ফলে বিশ্লেষকদের মতে, পাকিস্তান যতোই চেষ্টাই করুক না কেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতা কোনও দিনই প্রশ্নের মুখে পড়বে না।
এদিকে, ‘হাউডি মোদি’ নিয়ে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুদদের মধ্যে উৎসাহে কমতি নেই। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ‘হাউডি মোদি’ সম্মেলনে বক্তব্য রাখবেন। মঙ্গলবার আবার মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু, এসবের মধ্যেই আবার মার্কিন প্রেসিডেন্ট দেখা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। যা নিয়ে ফের কূটনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।
[আরও পড়ুন: ‘হাউডি মোদি’ জনসভা ঘিরে সাজ সাজ রব আমেরিকায়, মোদিকে স্বাগত জানালেন গাবার্ড]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.