সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে খলিস্তানি (Khalistani) নেতা ও ‘শিখ ফর জাস্টিসে’র প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন! এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আমেরিকায় তার মৃত্যু হয়েছে বলে দাবি। তিন খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর, পরমজিৎ সিং পঞ্জর ও অবতার সিং খান্ডাকে মেরে ফেলা হয়েছে দেড় মাসের মধ্যেই। এবার গুঞ্জন পান্নুনের মৃত্যু ঘিরে। তবে এখনও এই মৃত্যু নিয়ে সরকারি তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বরং উলটো দাবিও উঠে আসছে। এই খবর সত্য়ি নয়, এমনটাই দাবি ‘দ্য খালসা টুডে’র সিইও ও প্রধান সম্পাদক সুখী চাহালের। চাহালের টুইটে লেখা হয়েছে, ‘ক্যালিফোর্নিয়ায় গাড়ি দুর্ঘটনায় এসএফজে’র গুরপতবন্ত সিং পান্নুনের মৃত্যুর খবর নিয়ে বলতে পারি এই তথ্য আদতে ভুয়ো।’ এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আরও অনেকে দাবি করেছেন খবরটি ভুয়ো।
উল্লেখ্য, তিন খলিস্তানি নেতার মৃত্যুর পর থেকেই খোঁজ মিলছিল না পান্নুনের। ২০২০ সালের ১ জুলাই কেন্দ্র তাকে জঙ্গি তকমা দিয়ে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ আনে। এবার ছড়িয়ে পড়ল তার মৃত্যু নিয়ে গুঞ্জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.