সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অনুষ্ঠান বানচাল করার পরিকল্পনা ছিল খালিস্তানপন্থিদের৷ সেই উদ্দেশ্যে কংগ্রেস সভাপতির অনুষ্ঠানে ঢোকে তিন খালিস্তানি সমর্থক৷ অনুষ্ঠানের মাঝেই তারা চিৎকার করে ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এরচেয়ে বেশি কিছু করতে পারে না তারা৷ সঙ্গে সঙ্গে তাদের আটক করে কর্তব্যরত স্কটল্যান্ড ইয়ার্ডের নিরাপত্তারক্ষীরা৷ ফলে ভেস্তে যেতে যেতেও কোনওক্রমে মান বাঁচে রাহুল গান্ধীর অনুষ্ঠানের৷
[প্রবল চাপে কিম! পম্পেও-র উত্তর কোরিয়া সফর বাতিল করলেন ট্রাম্প]
গত সপ্তাহে দুইদিনের লন্ডন সফরে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য তাঁকে আমন্ত্রণ জানায় প্রবাসী কংগ্রেস সমর্থকরা৷ জানা গিয়েছে, খালিস্তানি সমর্থকদের এহেন স্লোগানে প্রথমে কিছুটা অবাক হয়ে যান সভায় উপস্থিত হাজারখানেক কংগ্রেস সমর্থক৷ বিষয়টি বুঝতে পেরে তাঁরাও পাল্লা দিয়ে ‘কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান তোলে৷ ফলে সভার মাঝেই শোরগোল পড়ে যায়৷ যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সভা আবার আগের মতো চলতে শুরু করে৷
লন্ডনের অনুষ্ঠানে ১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়ে মুখ খুলে ইতিমধ্যেই বিতর্কেও জড়িয়েছেন কংগ্রেস সভাপতি৷ তিনি দাবি করেন ‘৮৪-র শিখ দাঙ্গার দোষীদের কড়া শাস্তির৷ বলেন, সেই ঘটনা দেশের জন্য একটি দুঃখজনক বিষয়। যেকোনও মানুষ বা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়া অন্যায়৷ যারা ওই অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে তাদের শাস্তির পক্ষেই সওয়াল করেন তিনি৷ যদিও তিনি দাবি করেন, ১৯৮৪–র দাঙ্গায় কংগ্রেসের কোনও যোগ নেই৷ এরপরই রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি৷ বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করার সুপারি নিয়েছেন কংগ্রেস সভাপতি৷ এমনই অভিযোগ করেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র৷ পরে পরিস্থিতি সামাল দেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷
[রাশিয়ায় মহারণ! জঙ্গি নিকেশে যৌথ মহড়ায় নামবে ইন্দো-পাক সেনা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.