সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্চিন্তে ভিডিও কলে কথা বলছিলেন স্বামীর সঙ্গে। হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। তার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই গুরুতর চোট নিয়ে হাসপাতেলের বিছানায় শুয়ে বাড়িতে ফোন করে জানালেন, “মা আমি ভালো আছি।” গত শনিবারে ইজরায়েলে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের বেনজির হামলায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন কেরলের বাসিন্দা শিজা আনন্দ। ভারতে বসে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার।
পিটিআই সূত্রে খবর, বছর ৪১-এর শিজা পেশায় নার্স। গত সাত বছর ধরে তিনি কর্মসূত্রে ইজরায়েলে (Israel) রয়েছেন। ঘটনার দিন তিনি ফোনে তাঁর স্বামীর সঙ্গে কথা বলছিলেন। তার পরই ফোনের এই প্রান্ত থেকে বিকট শব্দ শুনতে পান শিজার স্বামী। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্বেগ প্রকাশ করে শিজার বোন সংবাদমাধ্যমে জানিয়েছেন,”মাঝপথে ফোন কেটে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা ওঁর কোনও খবর পায়নি। পরে বিকালে ওঁর কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি হামলায় সে আহত হয়েছে। ওঁর ফোনও কোথায় হারিয়ে গিয়েছে।”
জানা গিয়েছে, হামলার পর রবিবার হাসপাতাল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন শিজা। বলেন, “মা আমি ভালো আছি।” এর পর পরিবারের তরফে জানানো হয়, হামলায় মেরুদণ্ডে চোট পেয়েছেন শিজা। অস্ত্রোপচারের জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। অন্যদিকে, বেথলেহেমের একটি হোটেলে আটকে রয়েছে কেরলের আরও ২০০জন বাসিন্দা। বর্তমানে তাঁরা নিরাপদেই রয়েছেন।
এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। সকলকে তিনি অনুরোধ জানিয়েছেন, তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, “ইজরায়েলের যেকোনও জরুরি পরিস্থিতির জন্য ভারত সরকার তৈরি।” ইতিমধ্যেই এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের উপর মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.